নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

দূর হয়ে যাক

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৫

কাঙ্খিত-অকাঙ্খিত কতই ঘটনা ঘটে চলছে নিত্য নিয়ত।
মানব হ‍ৃদয়ে জমে চলছে উদ্বেগ,উৎকণ্ঠা,হতাশা যত।
কিছু ঘটনা তার প্রাকৃতিক বটে, মানব সৃষ্ট বাকি সব।
অনেক ঘটনায় জনতা নিরব, অনেক ঘটনায় জনতা হয় সরব।
সমাজে চলছে যত অরাজকতা, বিশৃঙ্খলা, অসন্তোষ।
এই দল বলে ঐ দল, আর ঐ দল দেয় এই দলের দোষ।
দেখছে, শুনছে, ভুগছে শুধু নিরীহ আমজনতা।
কেউই যে ভাবেনা তাদের এই অসহায়ত্ত্বের কথা।
দোষারোপের সংস্কৃতিতে চাপা পড়ে যায় প্রকৃত সত‍্য।
স্বার্থের তরে অপরাধবোধ ভুলে মানুষ যে হয় দ্বৈত‍্য।
শঙ্কা, হতাশা নিয়ে ডুবে আছি ঘোর অমানিশায়।
দূর হয়ে যাক সকল অসন্তোষ, শঙ্কা, হতাশা ঝলমলে আলোয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫০

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন,
সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন।

২| ০৫ ই মে, ২০২১ রাত ৯:৩৮

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: সবার আগে বদলাতে হবে নিজেকে - কেউ নিজেকে বদলাতে চায় না - সকলিই লোভি -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.