নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
জীবনের বেচা কেনার হাঁটে
প্রাপ্তি থেকে অপ্রাপ্তিই বেশি,
তবুও জীবন থেমে থাকেনা
ছেড়ে দেয়না জীবনের রশি।
সংগ্রামী জীবন এগিয়ে চলে
ঘামহীন মরুর লু-হাওয়ায়,
আশার বসত !যাবে আঁধার !
আর একটি ভোরের প্রত্যাশায় ।
১৮ ই জুন, ২০২১ দুপুর ১:৫০
Subdeb ghosh বলেছেন: আশা করা উচিত নিজের কাছে। অন্যের কাছে নয়। অন্যের কাছে আমরা যা আশা করি তা প্রত্যাশা ।প্রত্যাশা যত বেশি হবে, কষ্ট পাবার সম্ভাবনাও তত বেশি। প্রত্যাশা কম কষ্টও কম। জীবনের সব ক্ষেত্রে। সংসার জীবনে, কর্মজীবনে ইত্যাদি নানা ক্ষেত্রেও তাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: প্রত্যাশা তো অনেক কিছুই করা যায়।