নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
বৃষ্টি হলে তোমাদের মনে কদমফুল ফোটে,
বিলাসিতা তোমাদের হৃদয় ছুঁয়ে যায়;
তোমরা ব্যালকোনিতে বসে চা খাও,
কফির উষ্ণতা তোমাদের মধ্যে একধরনের মাদকতা সৃষ্টি করে;
তোমরা রবীন্দ্রসংগীত শোনো—
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে...
আর থেকে থেকে হাত বের করে বৃষ্টি ছুঁয়ে দেখো,
বৃষ্টি তোমাদের ছুঁতে না চাইলেও তোমরা তা ছুঁয়ে দেখো;
বৃষ্টির শব্দে তোমরা ছন্দ, এমনকি তাল-লয়ও খুঁজে পাও;
তোমরা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হও—
রবীন্দ্রসংগীত অধিক শ্রুতিমধুর নাকি ছন্দমুখর বৃষ্টিধ্বনি অধিক শ্রুতিমধুর।
অথচ আমরা তোমাদেরই শহরে—
অনতিদূরে বসবাস করি,
আমাদের ঘরের চাল ভেদ করে বৃষ্টি পড়ে,
আমরা থালা-বাসন, আমরা জগ-বালতি—
আমরা সবকিছু দিয়েই বৃষ্টি হতে একটু বাঁচার চেষ্টা করি;
কিন্তু পারি না, বৃষ্টি আমাদের সবকিছুই ভিজিয়ে দেয়—
আমাদের কাঁথা-বালিশ ভিজিয়ে দেয়,
আমাদের কাপড়চোপড় ভিজিয়ে দেয়;
আমাদের ছোট ভাইবোন বৃষ্টিতে চুপসে যায়,
আমরা রাতে একটু ঘুমাতেও পারি না।
তোমরা সিডর-সুনামি, তোমরা হারিকেন-মাইকেলের
মতো বড় বড় সাইক্লোনকে খুব ভয় পাও,
রাতে ঘুমাতে পারো না তিতলির আঘাত-গহনে;
অথচ আমরা সামান্য বৃষ্টিতেই ঘুমাতে পারি না সমুদ্রের গর্জনে,
আর যখন আম্ফানের মতো সাইক্লোন ধেয়ে আসে নগরে,
তখন আমরা মৃত্যুর জন্যে প্রস্তুতি নিয়েই তা উপভোগ করি।
১৯ শে জুন, ২০২১ রাত ১২:২২
Subdeb ghosh বলেছেন: আমি মন্তব্যে অভিভূত! ধন্যবাদ !!
২| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫১
নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনা
১৯ শে জুন, ২০২১ রাত ১২:২১
Subdeb ghosh বলেছেন: আমি মন্তব্যে অভিভূত! ধন্যবাদ !!
১৯ শে জুন, ২০২১ রাত ১২:২২
Subdeb ghosh বলেছেন: আমি মন্তব্যে অভিভূত! ধন্যবাদ !!
৩| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৫
আমি সাজিদ বলেছেন: চমৎকার লেগেছে।
১৯ শে জুন, ২০২১ রাত ১২:২০
Subdeb ghosh বলেছেন: আমি মন্তব্যে অভিভূত! ধন্যবাদ !!
৪| ০১ লা জুন, ২০২১ রাত ১:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৯ শে জুন, ২০২১ রাত ১২:২১
Subdeb ghosh বলেছেন: আমি মন্তব্যে অভিভূত! ধন্যবাদ !!
৫| ০১ লা জুন, ২০২১ সকাল ১০:২৩
কামাল১৮ বলেছেন: আমি এখানে বৃষ্টির কোন দোষ দেখিনা।বৃষ্ট মানুষকে ধনী গরিব বানায় নাই,বানিয়েছ কিছু দুর্নীতিবাজ শোষক। দোষ দিতে হলে তাকে দিন।শোষক কে আড়াল করার জন্য বৃষ্টিকে দায়ী করছেন।এই ভাবেই যোগে যোগে শোষক কে আড়াল করেছে কপালের দোষ দিয়ে,ঈশ্বরের দোষ দিয়ে শোষককে রেখেছে নিরাপদ।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট দুই লাইন- অসাধারণ।
কবিতায় আমার মনের কথাগুলোরই যেন প্রতিধ্বনি শুনতে পাই। আমার জন্যও বৃষ্টি কোনো রোমাঞ্চকর কিছু না। বৃষ্টি খুব বিরক্তি সৃষ্টি করে। বৃষ্টি, কাদায় ভিজতে ভিজতে বড়ো হয়েছি। বৃষ্টি উপভোগ করার সুযোগ হয় নি কখনো।
কবিতায় প্লাস।