![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কাঁদতেও পারবোনা ,
যে কফোটা জল ছিল চোখে
ঢেলে দিলেম তোমার বিদায় বেলায় ;
তুমি দেখলেনা শুনলেওনা ।
নির্বাক পাথরের দেবী শুনতে কি পায়
কিছু বলতে কি চায় ?
সবাই বলবে আমার কান্না শুকিয়ে গেছে
ওরা ভুল বলবে ।
আমার কান্না শুকিয়ে যায়নি , আমি
বিসর্জন দিয়েছিলুম তোমার বিদায় বেলায় ,
তুমি চেয়ে ছিলে নির্বাক পাথর দৃষ্টিতে
তাই আমি জ্যোতি হীন নির্বোধ পাথরের দেবতা ।
১৫ ই জুন, ২০২১ রাত ১২:৫১
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।
ঠিকই বলেছেন কাঁদার দরকার নেই।
২| ০৫ ই জুন, ২০২১ রাত ১১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগে কিছু কবিতা পড়েছিলাম। সে তুলনায় দুর্বল। যাই হোক, শুভ কামনা থাকলো।
ইয়ে--- আপনার কি কমেন্টের রিপ্লাই না দেয়ার বাতিক আছে নাকি?
আবারও শুভ কামনা
১৫ ই জুন, ২০২১ রাত ১২:৫৩
Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
দুঃখিত উত্তর দেরিতে দেবার জন্য।
এখন থেকে নিয়মিত পাবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০২১ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: হ্যা কাঁদার দরকার নাই।