নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
আমার ছোঁয়াতে ধোয়া তুলসীপাতা'রা নাকি
অশুদ্ধ হয়ে যায়!
অবশ নিথর হয়ে যায় তাদের
গাল কপাল ওষ্ঠ-অধর প্রণয়চুম্বনে।
নীল নির্মল আকাশে জমে ঘন কালোমেঘ-
তাকাই যদি তাদের পানে তৃষিত নয়নে।
বহমান বাতাস থেমে যায় অকস্মাৎ,
অচেনা হয়ে যায় চিরচেনা মুখ!
বিমুখ বিবর্তনে বধূঁয়া'রা ঘোমটা টানে।
আমার মায়াতে মায়াবতী যারা,
আমার ছায়াতে ছায়াবতী বৃক্ষ তারা,
ত্যক্ত বিরক্ত তারাও আজ আমার গানে;
আমার শ্রীমুখ দর্শনে!
জানালা দরজা বন্ধ করে লুকিয়ে থাকে ঘরের কোণে;
সহসাই যদি দেখা হয়ে যায়
অনাকাঙ্খিত এই অক্ষমের সনে।
পাতাঝরা বৃক্ষ আমি সবুজতাহীন মলিন চর্মসার,
দিন দিন ক্ষয়ে যাচ্ছে বিবর্ণ দেহখানা আমার।
অতীতের কঙ্কাল টানি-স্মৃতির বাসরে শুয়ে,
বর্তমানের গ্লানি নিয়ে ধুঁকে ধুঁকে এগিয়ে যাচ্ছি
অজানা অভিযানে;
সেখানে কত সুখ-কত দুঃখ,
কত রকম প্রণয়বিধান আছে,
অদ্যাবধি কেউ কি তার সন্ধান জানে?
১৫ ই জুন, ২০২১ রাত ১২:৪৬
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।