নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কেন এমন ?
এভাবেই কি সব শেষ হয়ে যাবে ?
কিভাবে হবে,এটা যার যার নিজস্ব ব্যাপার ৷
মানুষের জীবন,
একজন অন্যজনের সাথে অদৃশ্য সুতোয় বাঁধা।
অন্তর্গত ভাবনায় যাই থাকুক না কেন,অভিনয় করে যেতেই হয় ৷
প্রেমও অভিনয়, বন্ধুত্বও ৷
শুধু শত্রুতামীটা নিখাদ ৷প্রতিশোধের উল্লাস ৷
ভালোবাসার চেয়ে ঢ়ের বেশী আবেগ খরচ হয় প্রতিশোধে, অনেক বেশী এনার্জী ৷
মানুষের মানবিকতার চেয়ে পশুত্বটা বেশ তরতাজা,
প্রেমের চেয়ে হিংস্রতার জোর অনেক বেশী,
আনন্দও পায় বেশী ৷
বদলে যাচ্ছে মানুষের চেহারা
বদলে যাচ্ছে মানুষ ৷
বিজ্ঞাপনে যা লিখা হয়, তার পুরোটা সত্যি নয়,
অর্ধেকটাও লোক ঠকানোর কৌশল মাত্র ৷
এটা এক রকমের আইনি সুবিধায় মিথ্যা বলা।
যেহেতু এটা সমাজস্বীকৃত ৷
অতএব আপনি করতেই পারেন ৷
" বিশ্বাস" জিনিসটাও এক রকমের কৌশল।
আপনি কিভাবে আয়ত্ব করলে,
এটা বড় কথা নয়,
কি ভাবে ব্যবহার করছেন,সেটাই আসল ৷
এর ফায়দাটা আপনি কিভাবে পেতে চান ৷
কি পাচ্ছেন ?
এই প্রশ্নের মুখোমুখি সবাই ৷
মানুষ মাত্রই একা,
অনেকটা পশুর মতোই ৷
পশুর খোলসটার ভেতর
ঢুঁকে পড়ে ৷
অনেক "কেন" এর উত্তর খুঁজতে খুঁজতে জীবনটা শেষ হয়ে যায় ৷
অনেক নিরপরাধী শাস্তি পায় সারাজীবন ৷
তার জীবনে এমনটা হওয়া উচিত ছিলো না ৷
কিন্তু তাই হয়েছে ৷
কতগুলো ভুল মূল্যবোধ নিয়ে আমরা সমাজকে ভাবি।
একসময় হয়তো কিছুটা এমন ছিলো ৷
এখনও তাইই থাকবে বা থাকতে হবে,
সেটা জরুরী না ৷ভাঙ্গনটা আপনে থেকেই হয় ৷
চিড় রেখাটা ধীরে ধীরে বড় হতে থাকে ৷
আমার কিছু করার থাকে না
আমাদের কিছুই করার থাকে না।
শুধু চিত্রনাট্যের অনুসারে অভিনয় করে যাচ্ছি ৷
১৯ শে জুন, ২০২১ রাত ১২:১৫
Subdeb ghosh বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভুলগুলো ধরিয়ে দেবার জন্য । মন্তব্যে অভিভূত!
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০২১ দুপুর ২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছে। এ কথাটা দারুণ :
প্রেমও অভিনয়, বন্ধুত্বও৷
শুধু শত্রুতামিটা নিখাদ ৷প্রতিশোধের উল্লাস।
এ কথাটা খুবই খাঁটি :
ভালোবাসার চেয়ে ঢের বেশি আবেগ খরচ হয় প্রতিশোধে, অনেক বেশি এনার্জি৷ পুরো লেখাটায় 'এনার্জি' শব্দটা খুব বেমানান হয়ে গেছে। একটা উপযুক্ত বাংলা শব্দ দিন - হতে পারে 'অনেক বেশি শ্রম' বা 'অনেক বেশি ঘাম' বা 'অনেক বেশি শক্তি'।
-
আপনার হাত ভালো। এজন্য বানানের প্রতি আরেকটু নজর দিতে হবে। পুরোটা, আমি যদ্দূর বুঝি, এডিট করলাম। দেখুন নীচে :
--
কেন এমন?
এভাবেই কি সব শেষ হয়ে যাবে?
কীভাবে হবে, এটা যার যার নিজস্ব ব্যাপার৷
মানুষের জীবন,
একজন অন্যজনের সাথে অদৃশ্য সুতোয় বাঁধা।
অন্তর্গত ভাবনায় যাই থাকুক না কেন, অভিনয় করে যেতেই হয় ৷
প্রেমও অভিনয়, বন্ধুত্বও৷
শুধু শত্রুতামিটা নিখাদ ৷প্রতিশোধের উল্লাস৷
ভালোবাসার চেয়ে ঢের বেশি আবেগ খরচ হয় প্রতিশোধে, অনেক বেশি এনার্জি৷
মানুষের মানবিকতার চেয়ে পশুত্বটা বেশ তরতাজা,
প্রেমের চেয়ে হিংস্রতার জোর অনেক বেশি,
আনন্দও পায় বেশি৷
বদলে যাচ্ছে মানুষের চেহারা
বদলে যাচ্ছে মানুষ ৷
বিজ্ঞাপনে যা লেখা হয়, তার পুরোটা সত্যি নয়,
অর্ধেকটাও লোক ঠকানোর কৌশল মাত্র৷
এটা এক রকমের আইনি সুবিধায় মিথ্যা বলা।
যেহেতু এটা সমাজস্বীকৃত৷
অতএব আপনি করতেই পারেন৷
'বিশ্বাস' জিনিসটাও এক রকমের কৌশল।
আপনি কীভাবে আয়ত্ব করলেন,
এটা বড়ো কথা নয়,
কীভাবে ব্যবহার করছেন, সেটাই আসল৷
এর ফায়দাটা আপনি কীভাবে পেতে চান৷
কি পাচ্ছেন?
এই প্রশ্নের মুখোমুখি সবাই৷
মানুষ মাত্রই একা,
অনেকটা পশুর মতোই৷
পশুর খোলসটার ভেতর
ঢুকে পড়ে৷
অনেক 'কেন'র উত্তর খুঁজতে খুঁজতে জীবনটা শেষ হয়ে যায়৷
অনেক নিরপরাধ শাস্তি পায় সারাজীবন৷
তার জীবনে এমনটা হওয়া উচিত ছিলো না৷
কিন্তু তাই হয়েছে৷
কতগুলো ভুল মূল্যবোধ নিয়ে আমরা সমাজকে ভাবি।
একসময় হয়ত কিছুটা এমন ছিল৷
এখনও তাইই থাকবে বা থাকতে হবে,
সেটা জরুরি না ৷ভাঙ্গনটা আপনি থেকেই হয়৷
চিড়-রেখাটা ধীরে ধীরে বড়ো হতে থাকে৷
আমার কিছু করার থাকে না
আমাদের কিছুই করার থাকে না।
শুধু চিত্রনাট্যের অনুসারে অভিনয় করে যাচ্ছি৷