নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
আকুল আকাঙ্খা বুকে চেপে ঘাসফুল চেয়ে থাকে,
কেউ না কেউ আসবেই কাছে অপার ভালবেসে।
প্রতীক্ষার প্রহর পেরিয়ে যায়,
অস্ত যায় সময়ের সূর্য;
আশা'র পাখিরা ডানা
ঝপটায় হতাশায়।
কেউ'ই আসে না হায় কাছে!
ছোট্ট সুন্দর ঘাসফুলকে ভালবাসতে।
বয়সের পরিক্রমায় বিবর্ণ চেহারায় ঝরে যেতে যেতে-
অনুচ্চারিত দুঃখের সাথে দীর্ঘশ্বাস ছাড়ে-আর
কাঁদতে কাঁদতে ভাবে সে-ফুল কেন নাম তার,
অপর সৌন্দর্য্য আর সুষ্ঠ সৌরভ নেই যার!
কি লোভে তাকে তবে ভালবাসবে লোকে?
প্রবল পরিতাপের সাথে
ভাবে অবশেষে,
ফুল নয় নামটি তার হয়েছে হয়তো ভুল;
শোকাহত সে ঝরে যাবে শেষে-
ঠিক আমারই মত করে,
ভাগ্যাহত অপ্রিয় ঘাসফুল।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২১ ভোর ৬:৫৮
হাবিব বলেছেন: দারুণ লিখেছেন। শুভকামনা রইলো++