নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
এই তো সেদিন হলো মাত্র পরিচয়
সে তো খুব বেশি দিন নয়?
প্রতিদিনই তো কিছু না কিছু কথা হয়
তবে কেন এত ভয় সংশয়!
জীবনের এইক্ষণে তোমায় মনে পড়ে
দেখা হবে কী তোমার সনে?
কেন এত ভাব? চুপ করেই থাক,শেষ বেলা-
গেথোঁ না আর শিউলি ফুলের মালা।
অযথা কেঁদে গুমরা করো না মুখ!
দুঃখ করে কেঁদে ভাসিও না বুক।
যে আছে পাশে তাকে ভালোবেসে নাও কাছে
থাকো না বাকিঁ ক'টা দিন মিলে মিশে?
জীবনের সুখ ভোগ সাময়িক বিষয়
ওসব নিয়ে চিন্তা করা সমীচীন নয়?
ভালোবাসাহীন জীবন মূল্যহীন হয়
আমায় নিয়ে করবে না কখনো ডর ভয়।
১৩ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৯
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সুন্দর হয়েছে