নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

সংখ্যাতত্বের মাঝে

১৩ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১১

গাণিতিক নিয়মে চলছে জীবন, সংখ্যাতত্বে ৷
শুধু মৃত্যু গুনছি, আক্রান্তের হিসেব হচ্ছে
মানসিক বোধে থমকে গেছে আকাশ
ফুলের গন্ধে নেই কোন নিরুপায় ঘ্রাণ ৷
নেই কোন কোলাহল, পাখির ডাক ৷

পানির দাম বাড়ছে ক্যাঙ্গারুর ঢংয়ে
বিদ্যুতের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে
প্রয়োজনীয় জিনিসের কমছে মূল্যবোধ ৷
কমছে পার্ক, নদীর স্বাদ, সমুদ্র সৈকত ৷
জবুতবু পড়ে আছি বিষন্ন বিবরে, একা ৷

আমরা কি পৃথিবীর মানুষ ?
নিজস্ব নিয়ম থেকে ছেঁড়া দ্বীপে বসবাস
নিজের ভেতর গুটিয়েথাকা গুবরে পোকা
সবুজে মায়া ছেড়ে ডিভাইসে বন্ধী, শোকাময়,
পায়ে হেঁটে যেতে পারি না জলের কাছে ৷

এভাবেই কি পৃথিবীর বয়স বাড়বে, মানুষেরও ৷

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৪

সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীর বয়স বাড়ে তার বৃদ্ধি প্রবৃদ্ধি স্বাভাবিক যতটুকু অস্বাভাবিকতা সেটা মানুষের কারনে। আর মানুষের বেড়ে ওঠা তার পারিপাির্শ্বকতা এবং প্রচষ্টার মাপকাঠিতে সমন্বয়ে ।

২| ১৩ ই জুলাই, ২০২১ রাত ৮:১৭

কামাল১৮ বলেছেন: কবিতা পড়ে ভালো লেগেছে।

৩| ১৪ ই জুলাই, ২০২১ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.