নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

কিসের ঈদ আনন্দ ?

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

দেশ ও জাতির সামগ্রিক ভাবনা থেকে আমরা অনেক দূরে সরে গেছি ৷ দেশের অবস্থা আমাদের কাউকে স্পর্শ করছে না।
নিজেকে নিয়েই ব্যস্ত আমরা ৷
দেশে করোনা মাহামারীর চরম অবস্থা চলছে এখন,
প্রতিদিন গড়ে ১২,০০০/= আক্রান্ত হচ্ছে ৷ গত দুই সপ্তাহ এই অবস্থা চলছে ৷
যেসব মানুষ তাদের আপনজনদের হারাচ্ছে, তাদের ঈদ উৎসব কেমন ?
তারা শোকে কষ্টে তাদের দিন পার করছে ৷
যাদের স্বজনরা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছে, তাদের ঈদ উৎসব কেমন ?
তারা অসহায়ভাবে স্বজনের সুস্থতার জন্য উদগ্রীব হয়ে আছে ৷
আর আমরা ?
দেশে গিয়ে স্বজনের সাথে ঈদ উৎসব করবো বলে আনন্দে আত্নহারা হয়ে ছুটছি ৷
দামী গরু কিনে ঈদের আনন্দকে মহামান্বিত করতে ব্যস্ত ৷ ব্যস্ত রেসিপি নিয়ে ৷
অথচ করোনার ভয়াবহ ছোবল ছুটে আসছে আগামীতে।
আমরা লক ডাউন মানিনি, স্বাস্থ্যবিধি মানিনি, মাস্ক ব্যবহার করিনা ৷
করোনার ডেল্টা ভেরিয়েন্ট সকল বয়সের মানুষকে আক্রান্ত করছে ৷
মৃত্যুও হচ্ছে ৷ তবুও আমরা নির্বিকার ৷
আমাদের এই অসচেতনতা আগামীতে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করবে ৷
তখন ভারতের মতো মৃত্যুর মিছিল দেখবো আমরা, দেখবো করোনাক্রান্ত রোগী অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে ৷
হাসপাতালে সীটের অভাবে মারা যাচ্ছে অনেকে ৷
জানিনা, কবে আমাদের বোধদয় হবে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২১ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: ঘটনা সত্যি আর এজন্য সোশ্যাল মিডিয়ায় কোথাও কাউকে ইদের শুভেচ্ছা জানাতে ইচ্ছে হয়নি । আগামি ৩০ তারিখের মধ্যে ভয়াবহ অবস্থা টের পাওয়া যাবে । আমরা কেউই নিরাপদ নই ।


গত কদিন ধরে মানুষের বেপরোয়া চলাচল , বাসের সিট ফাকা না রেখে যাত্রার ফলাফল সবাইকে ভোগ করতে হবে । নির্মম সত্য এই যে আমরা আত্মহত্যা প্রবন জাতি ।

ভাল থাকবেন ।

২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪২

Subdeb ghosh বলেছেন: একটা দুটো ঈদ না করলে কি এমন ক্ষতি?
ঠিকই বলেছেন আমরা আত্নহত্যা প্রবন জাতি।

২| ২১ শে জুলাই, ২০২১ রাত ৯:০৮

কলাবাগান১ বলেছেন: এটা শুধু বাংলাদেশের সমস্যা না...পুরা পৃথিবীর সমস্যা। গতকাল রাতে আমেরিকার বাস্কেটবল লীগের চ্যাম্পিয়নশীপ এর খেলা ছিল (সাতবার খেলা হয়, যে ৪ বার জিতে সে হয় ন্যাশনাল চ্যাম্পিয়ন, গতকাল ছিল ৬ নং খেলা, তবে ৬ এর মাঝে উইসকন্সিন ৪ বার জিতে ফেলাতে খেলা শেষ)).... উইসকন্সিন এর খেলায় স্টেডিয়াম এর ভিতরে ছিল দর্শক, আর বাইরে তো আরো ভয়াবহ অবস্হা...৪০ হাজার এর অধিক মানুষ একটা পার্কে জমায়েত হয়ে খেলা দেখছিল....শুধু খেলা না, গলা ফাটিয়ে কন্টিনিউয়াস চিৎকার। কোন মাস্কের বালাই নাই

২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৬

Subdeb ghosh বলেছেন: অসম্ভব নয়,তাদের চিকিৎসা ব্যবস্থা?
আর আমাদের?
আমাদের তো অপরের উপর ভরসা করতে হয়?
ভ্যাকসিনের জন্য অপেক্ষা।
কিন্তু,আমরা বাঙলিরা অতি মাত্রায় আবেগি জাতি।

৩| ২১ শে জুলাই, ২০২১ রাত ১০:২৪

বিজন রয় বলেছেন: চিন্তার কিছু নেই। এখনো বাংলাদেশের ৯০% মানুষ বিশ্বাস করে করোনা তাদের কিছু করবে না। তাদের ঈমানী তেজ অনেক বেশি। তাই তাদের কথা না ভেবে নিজেকে নিরাপদ রাখুন।

২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৭

Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!
ভালো থাকুন,সুস্থ থাকুন, সুন্দর থাকুন!

৪| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫০

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: বাঙালি আবেগের জাতি - যে কেোন মূল্যে বাড়ি ফেরে - একদিন থেকে আবার গাদাগাদি ও ঠাসাঠাসি করে কর্মস্থলে ফেরে -যেমন গাদাগাদি ও ঠাসাঠাসি করে এসেছিলো বাড়িতে - কি দরকার এই বিপদ মাথায় নিয়ে গাদাগাদি ও ঠাসাঠাসি করে ঈদে বাড়ি আসা ও কর্মস্থলে ফিরে যাওয়া -??

২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৯

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!
দের কে বুঝাবে বলুন তো?
বেঁচে থাকলে অনেক গুলো ঈদ পাওয়া যাবে!
আর মরে গেলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.