নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
যতো অবহেলা করোনা কেন?
জমা থাকেনা আমার মনে
বৈরি বাতাসে উড়িয়ে তাদের
আমি মগ্ন বিশুদ্ধ তনুমনে।
শতসহস্র ফুল ফোটে কাননে
কে তারে মনে রাখে?
ফোটে আর ঝরে যায়
ধরার ধূলি গায়ে মাখে।
সাক্ষী থাকে তার মহাকাল
নীরব দর্শক হয়ে মহাকাশ
এই ধরাধামে সবাই ব্যক্তিকেন্দ্রিক
প্রয়োজন হয়না তার বহিঃপ্রকাশ।
©somewhere in net ltd.