নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কোথায় যাবে তুমি ?
যে দিকেই তাকাও শুধুই অসহিষ্ণুতা আর মিথ্যার ডামাডোল ।
চকচকে পোশাকের মাঝে লুকিয়ে আছে কালোর ছাপ আর লুটে নেবার লালসা ।
বেশি দূরে নয়
আপনজনের মাঝেই পরখ করে দেখো, অনেক কিন্তু !
সময়ে তোমাকে ছুড়ে ফেলে দিবে,
চাহিদার নেই শেষ ।
মুখের যে হাসিগুলো দেখতে পাও চারিপাশে,
ওগুলো কৃত্রিমতার ছোঁয়ায় নিরলস কায়া মাত্র।
বুকের মাঝে আজ কেউ ধরে রাখে না অনন্ত ;
সময়ের সাথে সাথে মানুষগুলো পাথর সম ।
আপন- পর বিচারের দিনগুলো আজ সমান তালে খোয়া যাবার পথে ;
যন্ত্রের জীবন সব কেড়ে নেয় নিরবে নিভৃতে, অবাক চোখে শুধু দেখা ।
সমাজের বায়ুই রাষ্ট্রে বহে
বাতাস আজ ভীষণ ভারি।
চোরাবালির ফাঁদে রাষ্ট্র আজ নিজেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বিমূর্ত ;
নিয়মের নেই বালাই ।
একের সাথে অপরের টেক্কা !
চলছে স্বার্থের টানে ধ্বংসের লীলাখেলা ।
আপন খেয়ালে ক্ষমতার চেয়ারগুলো আজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না ।
আঠারো কোটি জনতার যেনো কেউ নেই ।
কার কাছে প্রশ্ন রাখবে ?
সবাই আজ রাষ্ট্রের মালিক হয়ে খামচে ধরে হজমের তালে !
তোমার- আমার নিজের নখগুলোও রাষ্ট্রের গায়ে আঁচর কেঁটে চলছে, চিড়ে চিড়ে রক্ত বহে ;
তবুও বিশ্বাসে মলিন রাষ্ট্রের ক্ষত !
সে তো আমি নই অন্য কেউ ।
এ খেলায় মত্ত সবাই !
চলছে তো চলছেই রুখবার নেই কেউ ।
এ যেনো শেষ হবার নয় !
অর্ধশত পেড়িয়ে শত আসুক, শতক থেকে হাজার ।
কিসের এত হিসেব ?
রাষ্ট্রকে দায়ী করেই খালাস !
তর্জনীর ইশারা রাষ্ট্রের দিকে কাঁত করেই চিৎকার চেঁচামেচি;
করতে হবে, করতে হবে ।
চকচকে পোশাকে কালো দাগ !
অথচ নিজেকে লুকিয়ে রেখে চলছে প্রশ্ন আর আবদার,
রাষ্ট্র তুমি দায়ী ।
©somewhere in net ltd.