নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

সব কিছু সবার জন্যে না

২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২৯

রাস্তার পাশঘেসে আবর্জনা স্তুপ
নাসিকা চেপে ধরে দ্রুত এগিয়ে যায় পথিক।
কেউ কেউ গালিগালাজ করে মেয়র-কমিশনারদের।
তবু, কে যেন আবর্জনা সরায়ে সরায়ে খোঁজে ---
ভাঙা পানীয় বোতল,
প্লাস্টিকের ভাঙা পাত্র
আর ছেঁড়া স্যান্ডেল - জুতো।
না,না লোকটির ঘ্রাণ শক্তি নষ্ট হয় নাই বটে!
বলতে পারেন, সবার ঘ্রান শক্তি থাকতে নেই।

মধ্যবয়সী এক বিধবা বাসা বাড়িতে কাজ করে -
সকালে এক ব্যাংকারের বাসায়,
দুপুরে এক ভূমি কর্মকর্তার বাসায় আর সন্ধ্যেয় রাতের খাবার প্রস্তুত করে দেয় এক ব্যবসায়ীর।
না,না এরকম কাজের মহিলাদের হাঁটু ব্যথা,কোমর ব্যথা থাকতে নেই।

দশ বছরের ছেলেটি মুদি- দোকানে কাজ করে।
সকাল -সন্ধ্যে কেটে যায় তার চাল-ডাল মেপে।
পান থেকে চুন খসলে মালিক ব্যাচারা ওঠে ক্ষেপে,
বলে, কাল থেকে আর আসবি নে।
না,না ছেলেটি আছে তো বেশ!
দূরন্ত শৈশব তার থাকবে কেন?দূরন্ত শৈশব সবার জন্যে না।

সবার সব কিছু থাকতে নেই,
সব কিছু সবার জন্যে না ----
পুকুরে অবাধ সাঁতার,
মুক্ত মাঠে ঘুড়ি ওড়ানো,
সেজেগুজে শখের মার্কেটিং -এ বেরুনো-এগুলো সবার জন্যে না।

সবার সব কিছু থাকতে নেই,
সব কিছু সবার জন্যে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: অসাধারণ বিত্তহিন মধ্যবিত্ত বা বিত্তহিন পরিবারের যাপিত জিবন -

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৫

Subdeb ghosh বলেছেন:
পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.