নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
বুঝতে পারি, পৃথিবীর অন্যসব ব্যস্ত মানুষের মতো দিন পার করা।
ঘুম থেকে উঠে রোবেটের খোলসে ঢুঁকে পরা ৷
সার্কাসের ক্লাউনের মতো নাচানাচি শুরু করা ৷
বেঁচে থাকার বিবিধ কাজ, অর্থনৈতিক ছোটাছুটি,
তেলনুনডালের সংসারে সং সেজে থাকা ৷
নিজের বলে কিছুই নেই ৷ কোন উৎসব নেই হৃদয়ে।
কোন বন্ধন নেই, আবেগ, অনুভূতি নেই, মেশিনের মতো কাজ করে যাওয়া ৷
মাথা ভেতর একটা আকাশ থাকবে, ভাবনার উৎসব ৷ জলের নিমগ্ন ছায়ায় ছুঁয়ে দেখবো তোমাকে ৷
ঝিরঝিরে হাওয়ার নাচন হবে সমস্ত হৃদয় জুড়ে ৷ এসব স্বপ্নের কিছুই হয় না আর ৷
আসলে নিজের বলে কিছুই নেই কোন মানুষের ৷
বেঁচে থাকাটাই বড় কঠিন ৷ পেন্ডুলামের মতো দুলছে সময়, সময়ের ক্ষয় হতে থাকে কেবলি ৷
আমরা হাঁতড়াতে থাকি ছায়া, নিবিড় কোন বৃক্ষের আঁচল ৷
আপন বন্ধনে পাখির নিভৃততম সুখ ৷ অথবা নিজেকেই খুঁজে ফিরি নিরলস অন্ধকারে ৷
আমরা আহত হই মানুষের কাছে ৷ ছিঁড়ে খুঁড়ে একাকার হয়ে যাই, ছিন্নভিন্ন হয়ে যাই ৷
তারপর নিজের সবকিছু জোড়াতালি দিয়ে নতজানু মানুষের মতো, আবার হাঁটতে থাকি ৷
পৃথিবীর সবচেয়ে অসহায় জীবনে ৷
মানুষের কিছুই নেই এ পৃথিবীতে, আত্নহননের আগে লালশাক, পুঁই মাঁচা, ধানক্ষেত কেবলি ছবি হয়ে থাকে ৷
আমাদের কিছুই করার নেই ৷
মানুষের কিছুই করার নেই ৷
০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩১
Subdeb ghosh বলেছেন: Many thanks and grateful.I was inspired by the comments. Best wishes and best wishes.
Always be good.
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সব কিছু মিলিয়েই জীবন। তবে সুখ উপভোগ করতে জানতে হয়।
খুব সুন্দর। আশাকরি অন্যাদের পোস্টেও কমেন্ট করবেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩২
Subdeb ghosh বলেছেন: Many thanks and grateful.I was inspired by the comments. Best wishes and best wishes.
Always be good.Thank you.
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: নিজের বলে কিছু নেই- তবুও ভোগের শেষ নেই মানুষের - আরো চাই আরো চাই -
০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩১
Subdeb ghosh বলেছেন: Many thanks and grateful. I was inspired by the comments. Best wishes and best wishes.
Always be good.
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৯
নূর আলম হিরণ বলেছেন: মানুষের করার অনেক কিছুই আছে। জীবনকে উপভোগ করা সবচেয়ে বড় বিষয়। সমসকেও চাইলে উপভোগ করা যায়। মানুষই পারে সব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে।