নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কেবলি ছিঁড়ে যাচ্ছি, পুরোনো কাঁথার সুঁইফোঁড়
অসহায় সুতোর বুনন, সম্পর্কের নিরলস সংসারে
লবনের নিজস্ব স্বাদ, ভাজা মাছটার কৌলিন্য
অন্ধকারে হাঁতড়ানো সময়, পলেস্তরা খসা ছাদ ৷
কেবলি ছিঁড়ে যাচ্ছে পারিবারিক অটুট ৷
লতাল্মে জড়িয়ে থাকা বৃক্ষের অবিরত বেড়ে ওঠা
ধূসর ছায়ায় নীচে, খরতাপে কামান্ধ ঘামের বিবর
টুকরো টুকরো হয় অন্তরের সোনালী বোধ ৷
মগজের সমস্ত জুড়ে দুধেভাতে উৎপাত
টানাপোড়নে বিধ্বস্ত মন, মানসিকতার নিটোল বিকেল
একগুচ্ছ রজনীগন্ধার ঘ্রাণে সামাজিক অবদমন
লুট হয়ে যাচ্ছে স্বস্তি, নিরলস হাওয়ার বাধন ৷
আমরাতো ছিঁড়ে যাচ্ছি বিভেদের জলরেখায়,
ডাইনিং টেবিলের একাকীত্বে, সকালের গরম ভাতে,
আলুভর্তার নিটোল আলসেমিতে, ডালের স্বাদে
টুকরো করে ভাজা রুইমাছে, ফিরনির মিষ্টি দুপুরে ৷
ছিঁড়ে যাচ্ছি আমি, ছিঁড়ে যাচ্ছো তুমি
ছিঁড়ে যাচ্ছে মানুষের মন, মানসিকতাও ৷
০৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭
Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন!
২| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: পড়লাম।
১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩০
Subdeb ghosh বলেছেন: অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখলাম।
ব্লগ লেখা কি ছেড়ে দিয়েছেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার।