নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
মাস্কের ভেতরও বদলায়নি আমাদের আদল,
বদলায়নি জিহ্বার লোভ, লালসা, প্রবৃত্তি,
মুনাফাখোরি স্বভাব, লুটপাটের উৎসব ৷
ঠিকঠাক চলে যাচ্ছে মানুষ ঠকানোর খেলা ৷
মৃত্যুভয়ে বদলায়নি কিছুই, মন এবঙ মানসিকতা
মানবিকতা ছুঁড়ে ফেলে, নিজের আখের গোছানো
স্বার্থবাণ ছুঁড়ে গেঁথে নিই, নিজের সুখটুকু, শুধু
ক্ষমতার প্রবল সংসারে চলে, দখলবাজির স্রোত ৷
মিথ্যের রাজত্ব চলছে, নিয়মের ঘড়ির কাঁটায় ৷
পেন্ডুলামের মতো ঝুলছে, ভূখানাঙ্গা মানুষের জীবন ৷
কোটি কোটি হাত আজ, অসহায় রাজপথে ঘোরে
মৃত্যুকে অনিবার্য জেনেও বিষাক্ত বাতাসে ভাসে ৷
একজন লুটেরারও শাস্তি হয়না এদেশে,
একজন অন্যায়কারী শাস্তি পায়নি ন্যায় বিচারে
একজন মুনাফাখোর জেলের জীবন দেখেনি
কালোবাজারীর কালো হাতে উঠে এসেছে চাঁদ ৷
হ্যাঁ, রাজপরিবার ঠিকই আছে, রাজ কর্মচারীও
পাইক পেয়াদাও চলছে নিজের খুশীমতো,
রাজ অনুসারীরাও আছে ভাগভাটোয়ারা ভোগে
অন্তসার শূন্য হুন্কারে চলছে, বন্য শাসন ৷
শুধু বদলে গেছে সাধারণ মানুষের জীবন
শহর ছেড়ে যাচ্ছে মধ্যবিত্ত, নিরূপায় পথে
দু'বেলা রুটির খোঁজে নিরন্ন মানুষ কাঁদে,
খোকলা মানুষের মিছিল বাড়ছে কেবলি ৷
হাসপাতালর দূয়ারে চিকিৎসা প্রার্থীর ভীড়
রুগ্ল পিতাকে নিয়ে ঘোরে অসহায় যুবক
অথচ রাজমন্ত্রী উড়ে যায় লন্ডনে, সপরিবারে
চিকিৎসাহীন পড়ে থাকি, আমরা সাধারণ মানুষ ৷
না, কিছুই বদলায়নি, এই নির্মম করোনাকালে ৷
০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৯
Subdeb ghosh বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।
ভালো থাকবেন সব সময়।
২| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯
এস সুলতানা বলেছেন: কাব্যের ভাষায় তুলে ধরেছেন নিগুঢ় বাস্তব সত্য কথন,
০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৫
Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৩| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর সত্য কথা
০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৮
Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
৪| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: সব ওলট পালোট হয়ে গেছে। আর আপনি বলছেন কিছু বদলায় নি!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৫
Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩১
ফুয়াদের বাপ বলেছেন: ত্ক্তি সত্য বাস্তবতা তুলে ধরেছেন কবিতার ভাষায়। মৃত লাশে গোসল-জানাজা-দাফন কাজগুলো করার পরও মনের ভেতরে ভয় আসেনা আমিও একদিন লাশ হবো। যদি এই মৃত্যুভয় মনে থাকতো তাহলে মুখোশের ভেতরে ভিন্ন মানুষ বাস করতো না। ঠকবাজ-লোটেরা বলে কেউ থাকতো না। সততা আর নিষ্ঠায় পরিশুদ্ধ হতো সমাজ। নিজে কম খেয়ে হলেও পাশে থাকা ক্ষুদার্থ খাবার পেত।