নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

মৃতদের শহরে

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৫

রাত হলেই মাঝেমাঝে নিজেকে
মৃতদের শহরে আবিষ্কার করি
গা-চাপা অন্ধকারে অনুভূত হয়
আমি যেন আমার সৌখিন শয্যায় নয়
কবরে শায়িত!
এপাশ-ওপাশ তাকাই
আশেপাশে নেই
কোথাও কেউ জাগ্রত নেই
ঝিঁঝি ডাহুকের ডাক নেই
নেই কোনও সাম্প্রদায়িক তাণ্ডব
দূরে-অদূরের সকলেই অনন্ত ঘুমে___
আমি জগতনীল আঁধারে
জশন-জীবনেও যুগ-যুগ জেগে ছিলাম
খেয়ালের কবরপুরীতেও নীরবে জেগে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: রাতে কঠিন ঘুম দিবেন। তারপর সুন্দর ঘুম হলে দূর্দান্ত কবিতা আসবে।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৯

Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদএবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুপ্রেরণা হিসেবে নিলাম সুন্দর মন্তব্যটি

২| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এর চেয়ে ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখা অনেক ভাল।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৪

Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং উৎসাহিত করার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.