নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
মাঝে মাঝে শূন্য মনে হয় সবকিছু ৷
মনে হয় নিঝুম কোন দ্বীপে একাকী দাঁড়িয়ে আছি ৷
সমুদ্র সৈকতে হাঁটছি একাকী ৷ চারিদিকে নির্জনতা ছেয়ে আছে ৷ কোথাও কেউ নেই ৷ ঢেউয়ের গর্জনের ভেতর এক পঙতি কষ্টের ধ্বনি বেজে ওঠে ৷
একা, নিঃসঙ্গ এক মানুষ ৷ বেঁচে থাকাটাও অর্থহীন মনে হয় ৷ মনে হয়, ফুরিয়ে গেছে জীবনের সব চাওয়া পাওয়া ৷
একটা সরল রেখার মতো টানতো থাকতে হয় ৷ টেনে নেয়ার মতো কিছুটা আবেগ, সমুদ্রের ঢেউ, নিঝুম ঝাঁঝালো কোকাকোলা ৷
কেমন করে যেন ফুরিয়ে গেছে সবকিছু, মিইয়ে গেছে আবেগের ঢেউ ৷ উত্তরের হাওয়ায় বাজে বেহালার করুণ সুর ৷ নিজের কষ্টটা শব্দের আদলে এঁকে দিতে পারলে, ছবি হয়ে ওঠো তুমি ৷ জোছনাটা মাথার ভেতর ঢুকিয়ে দিয়ে চলে গেলে অনন্তে ৷ তোমার চলে যাওয়া ছাড়া আর কোন দিক নেই, হাওয়া নেই, জলও নেই ৷
কেবলি বুকের ভেতর লতিয়ে ওঠে শূন্যতা ৷
০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১১
Subdeb ghosh বলেছেন: আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ!
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০৭
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: একাকিত্বের চেয়েও শূন্যতা আরো মজার - কেবল নিজে নিজের সাথে কল্পনার ফানুস বোনা - কখনো নিজেকে পৃথির ভাগ্যবান ভাবুন -কখনো নিজেকে হতভাগ্য ভাবুন - কোনো বাধা নেই কারো -
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: সব সময় ব্যস্ত থাকবেন। তাহলে শূণ্যতা আপনার ধারে কাছেও আসার সুযোগ পাবে না।