নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
বিচ্ছিন্নতা ক্রমাগত বাড়ছে
উপলদ্ধির বিচ্ছিন্নতা
আত্নীয়-পরিজন থেকে
আত্নজা থেকে
নিজের থেকেও
শ্রমিক থেকে শ্রমের উৎপাদের
সন্তান থেকে পিতা-মাতার
এ এক সর্বগ্রাসী মহাবিচ্ছিন্নতার কাল
জনমনুষ্যের এত ভীড় তারপরেও একাকী!
২| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: মানুষ জন্মেও একা, মৃত্যুতেও একা।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০৩
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: একাকিত্বই উৎকৃষ্ট জিবন - কিন্তু রান্না করে খেতে পারিনা বলে নারীর কাছে দায়বদ্ধ হয়ে থাকতে হয় - আমি ছাত্র জিবন থেকেই একাকিত্ব পছন্দ করি - ছুটিতে হলে থাকতাম - এখনো ছুটিতে একাকি থাকি - রান্না করার দরেকার হলেই নারীকে ডাকি -
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: ঠিক আছে। শুভ রাত্রী।