নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

প্রেম !!!

২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৩

কিভাবে যে একটা আস্ত মানুষকে গিলে খায় আনাকোডা।
আবার উগলে দেয় থেতলানো অবশ শরীরটা ৷
না, বাস্তবে নয়, সিনেমায় দেখেছে অনু ৷
বাস্তবের আনাকোডা আরো কঠিন ৷ ওরা শরীরকে কিছু করে না ঠিকই, মানুষের মনকে বিষিয়ে দেয়, টানাপোড়েনে বিধ্বস্ত করে দেয় ৷
প্রেমের পরিণতিটা এমনিই হয় ৷

এরকম বিধ্বস্ত মন নিয়ে প্রতিটা ভোর আসে অনুর জীবনে ৷
না পাওয়ার কষ্টটা নিজের ভেতর ছটফট করতে থাকে ৷ তাহলে, প্রেম বা বিয়ে কি আনাকোডায় গিলে খাওয়া আর ওগলানো ৷ এরপর লেংচাতে লেংচাতে জীবনকে টেনে নিয়ে যাওয়া ৷

প্রেম ! কি কেবলি একটা মোহ ?

যার পরিণতি এমনিই হয় ৷
যেটা ফুরিয়ে গেলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না ?
ক্রমশঃ বিষিয়ে যায় জীবন ৷

এমনি বা হবে কেন ? প্রেমের শুরুটা কত সুন্দর আর আবেগময় ৷
কেমন এক ঘোরলাগা আকাশ ৷
জলের ছোঁয়ার মতো শিহরণ জাগানিয়া ৷
দুটো মানুষ মিশে গিয়ে এক হয়ে যাওয়ার গল্প ৷
অবশেষেঃ
প্রেম এক বিষাক্ত সাপ ?

যাকে বুকের অলিন্দে পুষে রাখা হয় ৷ কিছু সময় যেতে না যেতে তার বিষাক্ত ছোবলে নীল করে দেয় মনটা ৷
মানুষের শরীরটা ঠিক থাকলেও মনটা তিতিয়ে যায় ৷
একই ছাদের নীচে দু"জন মানুষ একা একা কাটিয়ে দেয় জীবন ৷ কোন দাম্পত্যও থাকে না ৷ থাকে না ভালোবাসার কোন আবেগ ৷ বাড়ে দূরত্ব, ঘৃণার আগুনে পুড়তে থাকে দু'জন ৷ পরস্পর অসহ্য এক
পথে হাঁটতে থাকে ৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: প্রেমের চেয়ে কর্মকে যারা বেশি গুরুত্ব দিয়েছে তাঁরা জীবনে সফলতা পেয়েছে।

০১ লা মার্চ, ২০২২ দুপুর ১:৫৯

Subdeb ghosh বলেছেন: ঠিক বলেছেন।
প্রেম এক বিষাক্ত সাপ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৪৪

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: অসাধারণ প্রেমের সঙ্গা দিয়েছেন - প্রেম মানুষকে মহৎ করে শুনেছি - নিজের জিবনে প্রেম নিজেকে ধংশ করে - সে ১৯৮০ খৃ: অভিজ্ঞতা - না বলা প্রেমের আঘাতে জিবন ক্ষত বিক্ষত - যা আর কোনো দিন শুকোয়নি - সে জানতে চেয়েছিলো এখনো আগের মতো বাসো ভালো ?

০১ লা মার্চ, ২০২২ দুপুর ২:০৪

Subdeb ghosh বলেছেন: “ মানুষের জন্মই হইল অপাত্রে ভালোবাসা দান করার জন্য।
যাদেরকে ভালোবাসার কোনো যোগ্যতা নাই তাদেরকেই মানুষ ভালোবাসে। ”
কোথাও কেউ নেই - হুমায়ূন আহমেদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.