নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
বহুদিন পর আমি প্রিয় আকাশ দেখলাম,
ঠিক কতদিন আকাশ দেখিনি মনে নেই,
আকাশ কি একটু বেশি নীল হয়েছে ?
একটু বেশি সুন্দর …
হয়তো আকাশ আগের
মতই আছে –
বহুদিন পর আকাশে মেঘ করেছে
সে মেঘে আমার দুচোখ ভিজে গেছে
তবে কি এ দুঃখের প্রকাশ এই অশ্রুজল ;
সবুজ পাতার গাঢ় সবুজাভা মধ্যরাতে শিশির শিহরণ তোলে।
শীত মৌসুমে হলুদ সরিষার দিন প্রায় শেষ
অতিথি পাখিরা উড়ছে
ডানায় সোনালী রোদের গন্ধ মেখে –
খোলা আকাশের নিচে,
এই শীতে আমি যেতে চেয়েছিলাম নীলগিরি কিম্বা বালুদ্বীপ
যাওয়া হলো না।
শীতের শেষ বিকেলে নীল বরফ ঢাকা সমুদ্র দেখতে চেয়েছিলাম
তাও হলো না,
বাড়ির পাশে ছোট্ট এক নদী পার হতে পারলাম না
সমুদ্র তো অনেক দূরের কথা
একান্তই আমার দুরন্ত ইচ্ছে গুলো জমাখরচার ডায়েরিতে জমা থাক :
অন্যকোন এক কনকনে শীতে ঠিক ঠিক যাব –
বহুদূরের পথে যেতে যেতে সর তোলা দুধ চা আর কফির সাথে জমবে বেশ
মাটির ভাঁড়ে খেজুরের রস;
শীতার্ত ভোরের দূর্বাঘাসে শিশির ভেজা পায়ে হারাব অচেনা
কোন পথে –
চারদিকে সবুজ প্রকৃতি
কিছুই চিনি না আমি,
তখন কি আমার দূরের আকাশটা কে দুর্বোধ্য মনে হবে ?
আমার চোখে থাকবে এক নতুন পৃথিবী।
রাতে ফোঁটা গোলাপের কোন তুলনা হয় না
আমি অজস্র গোলাপ তুলতে তুলতে বয়ে যাবে বেলা,
কিছু দিন পর গোলাপ গুলো ঝরে যাবে
অকস্মাৎ ছায়াচ্ছন্ন নিবিড় নীড়ে বৃষ্টির শব্দ
এখন আমি মেঘের সাথে
বলব কথা
ও মেঘমালা, হঠাৎ বৃষ্টি!
তুমি কি আমার সঙ্গী হয়েছ ?
আমি শোনাব তোমাকে আগামী শীতের গোলাপ পাখি আর সমুদ্রের কথা।
০১ লা মার্চ, ২০২২ দুপুর ১:৪৫
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি গল্প লিখুন। জীবনের গল্প।
নাকি যারা কবিতা লিখে তাঁরা গল্প লিখতে পারে না?
০১ লা মার্চ, ২০২২ দুপুর ১:৫২
Subdeb ghosh বলেছেন: আপনার মন্তব্য টি প্রেরনা হিসাবে নিলাম।
পরবর্তিতে চেস্টা করবো গল্প লেখার।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০১
জ্যাকেল বলেছেন: ভাল হয়েছে।
০১ লা মার্চ, ২০২২ দুপুর ১:৪৬
Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: দারুন ।
০১ লা মার্চ, ২০২২ দুপুর ১:৫১
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+