নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

যা গেছে যাক

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪২

গেলো বেশ কয়েকটি বছর আমার জন্য ছিলো অত্যন্ত মর্মান্তিক বেদনাবিধুর।
এ যে কি প্রকার যন্ত্রণাময় সময় ব্যয় করেছি তা কেবল আমি জানি। আমার মতো অন্য আরেকজন ভুক্তভোগী জানে। বাকিরা শুধু আ হা, ও হা করতে পারবে।
কিন্তু ভিতরের কষ্টটুকু এক বিন্দু বুঝবে না।
টানা আট-দশটি বছরের ধকলের পর থেকে আজকাল অনেকের প্রতি আমার তেমন ভালোবাসা কাজ করে না। দায়িত্ব আছে। ওইটুকু করি। তবে বহু মূল্যবান ভালোবাসাটুকু নষ্ট হয়ে গেছে। আমি অনেকের ভিতরের কদর্যতাটুকু যে দেখে ফেলেছি। যা এই সমাজে বেঁচে থাকতে হলে দেখা উচিত নয়। কারণ, এ স্বভাব সবার মধ্যেই কমবেশি আছে। আমারও দেখা হয়তো হতো না। ভাগ্যের বিরম্বনায় ঘটনাচক্রে দেখা হয়ে গেছে।
কয়েকজনের উন্নত মানসিকতা কতটা উচ্চে তা-ও দেখা হয়েছে। শুধু হারানো নয় প্রাপ্তিও আছে অনেকদূর। এ বছরের শেষের দিকে হঠাৎ আমাদের একটা বড় সুখবর আসে। এ সুখবরটি আমার কাছে এমন, বিগত সকল দুঃখ কষ্টের উত্তম ফলস্বরূপ। আর কি চাই?
যাক নানা টানাপোড়ণের মধ্যে একটু একটু করে আবার এগিয়ে যাচ্ছি। আবার আমার গোয়াল ভরে ওঠবে। গোলা পূর্ণ হবে সোনালী শষ্যদানায়। বৃক্ষগুলো শোভিত হবে আবার ফুলে ফলে।

সবার জন্য শুভ কামনা! নববর্ষ শুভ হোক!
ঋণমুক্ত হোক সবার!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



বছরের শেষের দিকে মেয়ের জন্ম হবে?

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:৪৯

Subdeb ghosh বলেছেন: ভালো বলেছেন।

২| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: দুঃখের পর সুখ আসবেই যেমন গভীর রাত কেটে ভোর হয়।

শুভ নববর্ষ।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:৫০

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!

৩| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৪

সোবুজ বলেছেন: দুঃখ সবার সাথে সেয়ার করলে কমে,শুখ সবার সাথে সেয়ার করলে বাড়ে।তার পরও সেটা বহন করতে হয় নিজেকেই।জীবনের কোন দুঃখকেই দুঃখবলে মনে করিনাই,জীবনের অংশ বলে মনে করেছি।”দুঃখে যেন করিতে পারি জয়”

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:৫০

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:৫০

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৫| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫০

গরল বলেছেন: শুভ নববর্ষ, আশা করি আগামী দিনগুলো ভালো কাটবে।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:৫১

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৬| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইকে বাংলা নতুন বর্ষের আন্তরিক
শুভেচ্ছা। সবাই ভালো থাকুন নতুন
বছরে।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:৫১

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ

৭| ১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:২৮

শেরজা তপন বলেছেন: ঠিক বলেছেন- এইসকল কদর্যদিকগুলো দেখা উচিৎ নয়!
অনেক কষ্টের পরে দারুন একটা সুখবর পেয়েছেন জেনে ভাল লাগল।
শুভ নববর্ষ

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:৫১

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।

৮| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৫

জগতারন বলেছেন:
প্রিয় Subdeb ghosh, আপনার বিদগ্ধ হৃদয়ের কথাগুলো জানতে কিভাবে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না।

কবির ভাষায় বলিঃ
বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকে।
গেল বছরের যা কিচু ছিল আশাজাগানিয়া,
সাথে থাক।
কষ্টের ছাপগুলো মুছে যাক,
একেবারে।
আশার কলিগুলো ফুল হোক,
ভরে উঠুক আপনার আঙ্গিনা বসুমতি হয়য়ে।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:৫১

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!

৯| ১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৬

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: সবার সমান যায় না সব দিন - আধারের পরে আলো আসবেই - খারাপের পরে ভালো হবে - তবে আমার দেশের অধিকাংশ মানুষ খারাপের বোঝা নিয়েই সারা জিবন পার করে - তবে জ্ঞানিরা (শিক্ষিতরা) যুক্তি খোজে - অশিক্ষিত নিরক্ষররা কেবল ভাগ্যের দোষ দিয়েই চলে যায় নিরঅভিামন মন নিয়ে -

১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৬

Subdeb ghosh বলেছেন: ফুল তো হাজার ফোটে শাখায় শাখায় সবাই তো দেবতার পরশ না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.