নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
বয়স যখন ত্রিশ ছুঁইছুঁই
তখন অনুভূতি শূণ্য হৃদয়"
এখন খুব একটা
ব্যথিত হই না,
কেউ আপন থেকে পর করে দিলে অবাক চোখে
তাকিয়ে রইনা,
খুব আবেগী হয়ে কাউকে বলি না যেও না!
দয়া করে থেকে যাও।
প্রচণ্ড কষ্ট পেলে মরে যেতে ইচ্ছে হয় না,
কারোর কথার আঘাত হৃদয় পর্যন্ত পৌছায় না,
চোখে এখন জোয়ার
আসে না।
অভিযোগ গুলো বাক্সবন্দি ধূলোর শহরে।
অথচ কুড়ি কিংবা একুশে-
অনুভূতিগুলো কতটা
জীবন্ত ছিলো,
অল্প আঘাতে যেনো ভেঙ্গে চুরমার হতাম,
কেউ ছেড়ে গেলে মনে হতো যেনো আমার আমিটাকে নিয়ে চলে গেছে।
বাক্য শূন্য হয়ে যেতাম কারোর কথার আঘাতে
হাউমাউ করে কাঁদতাম আকাশের দিকে তাকিয়ে,
হাজারটা অভিযোগ লিখে রাখতাম হৃদয়ে।
বয়সের ব্যবধান -
একটা এলোমেলো মানুষকে সময় গুছিয়ে দেয়,
এখন আর ব্যথিত হই না অকারণের কারণ গুলোতে,
এখন অনুভূতি শূন্য হৃদয় বিবেক দিয়ে পরিপূর্ণ।
২| ১০ ই মে, ২০২২ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: ৩০ বছর অনেক আগেই পেরিয়ে গেছি। এখন মনে হচ্ছে ত্রিশটা বছর খুব দ্রুত গিয়েছে।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২২ রাত ১১:১০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ৫ বছর আগে যে কষ্ট দুচোখ থেকে পানি ঝরিয়েছে পাঁচ বছর পর এসে সে স্মৃতি মনে করে আপসোস হয় । হায় কেন ভুল করে কষ্ট পেয়েছি?
কবিতা সুন্দর হয়েছে।