নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কি হবে কথার পিঠে কথা সাজিয়ে?
তারচেয়ে নিজের জীবন সাজাই -
আর দশজনের মতো করে ।
স্রোতের উল্টো চলতে চলতে আমি ক্লান্ত ।
এখন একটা শান্তির জীবন চাই,
চাই আর্থিক নিরাপত্তা ।
এখন থেকে নিজেকে নিয়েই ভাবতে চাই শুধু।
আমার বাহিরে মুখোশ, আর ভেতরের অমানুষ আমার সাথে যুদ্ধ করে রোজ ।
যুদ্ধে আমি পরাজিত হই বারবার-
আবার বিবেক দংশন করে আবার বিবেক জাগ্রত হয়, তাহলে আমি মরিনি এখনো ।
আবার কলম তুলে নিতে ইচ্ছে করে সব অভাব পিছে ফেলে যুদ্ধ করতে ইচ্ছে করে নিজের নফসের বিরুদ্ধে ।
তবে কি আমি লিখব আমার যা মনে আসে তাই ।
যা কিছু আমার চোখে অসংগতি মনে হয় ।
সমাজ পরিবর্তনের ক্ষমতা আমার নাই
তবুও কলম চলুক সত্য কথা বলুক এটাই কম কিসের ।।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৩
Subdeb ghosh বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার মনোমুগ্ধকর মন্তব্য দ্বারা প্রভাবিত এবং অনুপ্রাণিত হয়েছি।
ভালো থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা। ব্লগে নিয়মিত হবার চেষ্টা করবো।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪১
রাইসুল সাগর বলেছেন: এ যে আমার জীবন কথা, আজও কবিতা কে প্রচন্ড মিস করি, হাজার কাজের ভীড়ে যখন ফুসরত মিলে, কবিতার শব্দমালা উঁকি ঝুঁকি মারে মন মগজে। কখনও প্রচন্ড জ্বালায়, তা ক্ষুদার জ্বালার থেকেও বেশি যন্ত্রনা কবি। তাই ধীরে ধীরে শব্দগুলো জমাই। কাগজের ভাঁজে। এভাবেই চলতে হবে হয় কবি এবং কবিতাকে। ভালো থাকবেন এবং নিরন্তর শুভকামনা আপনার জন্য।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৬
Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন। শুভকামনা রইলো।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা ভালো লাগলো।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৬
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ভালো থাকুন।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৬
কামাল৮০ বলেছেন: কবিরা সমাজের অগ্রসর অংশ।তারাইতো শুনাবে আশার বানী।পথ দেখাবে পিছিয়ে পড়া জনগনকে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০
Subdeb ghosh বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয়। ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Subdeb ghosh @
সকালে ব্লগে ঢুকেই আপনার কবিতা। আপনার কবিতা খুবই ভালো মানের, সেটা আগেও বলেছি। অনেকদিন আসেন নি ব্লগে, তাই পড়া হয় নি আপনার কবিতা।
আমার জানা মতে, এবং যতটুকু বুঝি, জীবনের ব্যর্থতা ও ক্লান্তিই অনেক কবিকে অনেক বড়ো কবি করেছে। সুখে থেকে ভালো কবি হয়েছেন, এমন নজির খুব বেশি না। রবীন্দ্রনাথের মতো সোনার চামচ মুখে দিয়ে সবাই জন্মান নি। সংগ্রাম করে করে নজরুল, জীবনানন্দ দাশ দিয়ে গেছেন অক্ষয় অমর কবিতা। আপনিও লিখবেন। ঘাত প্রতিঘাতই সংগ্রাম, সংগ্রামই জীবন। এ সংগ্রামী জীবন আপনাকে সোনা দেবে।
৩য় স্তবক - আমার বাহিরে মুখোশ- অসাধারণ এ স্তবক।
কবিতা শেষ করেছেন উজ্জীবনী মন্ত্র নিয়ে। কবিতা এমনই হবে।
অনেক কবিই কবিতা লেখা ছেড়ে দেবেন বলে ঘোষণা দেন - কবিতা তোমায় দিলাম ছুটি- সুকান্ত। বিখ্যাত কবিতা।
আমিও অনেক দুঃখ কষ্ট সংগ্রামের ভেতর দিয়ে এসেছি। ক্লাস নাইন বা টেনে আমিও লিখেছিলাম :
কতদিন অনশনে
আমার জঠরে আজ দুঃসহ যন্ত্রণা :
নিষ্ঠুর ক্ষুধার রাক্ষসীরা
ঝাঁটিয়ে তাড়িয়ে দিয়েছে কবে আমার কবিতাকে
আমি আর লিখবো না কবিতা, লিখবো না।
দু’মুঠো অন্ন জোটে নি সারাবেলা
বড়োই আনন্দহীন শুষ্ক এ কবিতা লয়ে খেলা,
এ শুধু ব্যর্থ প্রয়াস আনন্দকে আটকে রাখার
তোমাকে বিদায় দিলাম, কবিতা আমার।
কতদিন তুমি বন্ধু লিখবে কবিতা অনশনে?
কবিতার ফুল মুকুলেই ঝরে যাবে হৃদয়কাননে।
আমার কাননে কত ফুল ফুটেছিল,
ঝরে গেছে সব
ক্ষুধার বায়সীরা কেবলই চেঁচায়, কেবলই রুক্ষ কলরব।
• ১৯৮৪
ব্লগে নিয়মিত হোন, এ ধরনের সোনার খণ্ড লয়ে। শুভেচ্ছা।