নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
হিম নেমে গেছে।
যেনো একটু আগেভাগেই।
হেমন্তের পাতা ঝরা দিনের অপেক্ষায় আছি।
ঝরা পাতা মাড়িয়ে হেঁটে যেতে যেতে দূর এক দিনের কথা মনে আসে।
সন্ধ্যা, ধোঁয়া উড়ে কোথাও, আবছা হয়ে আসা বিকেলে সে লাল বাসে চড়ে কোথাও ফিরে যায়।
আমি বসে দেখি ল্যাম্পোস্টের ছায়া পড়েছে আবছায়া ঘিরে।
দূরে কোথাও আকাশে একফালি মেঘ ভাসে ।
এখানে সাঁঝ নেমে এলে পাখিদের কলগুঞ্জন শুনি। দিন শেষ, এই রাতহীন নগরীতে ধীরে রাত্রি নামে।
পার্কে হিম মেখে বসে থাকা আর কতো? কাঠবিড়ালিরা সেই কখন ঘরে ফিরে গেছে। পাখিরাও চুপ।
পুরোনো জুতায় পা গলিয়ে আমিও ঘরে ফিরি।
সব পাখি কি প্রতিদিন ঘরে ফেরে? জীবনের লেনদেন ফুরায় কি কখনো?
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবনানন্দ থেকে উৎসারিত, মনোমুগ্ধকর কবিতা। 'কলগুঞ্জন' শব্দ গঠন আপনার হাই স্ট্যান্ডার্ড নির্দেশ করে।
অনেক অনেক ভালো লাগা।
৩| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৩
Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ।
শারদ শুভেচ্ছা রইলো।
৪| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৫
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।
যদিও লেখেটি ডাবল স্পেস এর কারনে সত্যিই ভালো লাগছেনা।পরবর্তিতে ডাবল স্পেস থেকে বিরত থাকবো।
শারদ শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডাবল স্পেসে লেখা সুন্দর লাগছেনা যদিও
কবিতা ভালো হয়েছে!