নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
মাঝরাতে ঘুম ভেঙে গেলে
ভেঙে যায় স্মৃতির দেয়াল
একদিনে নয়। বহুদিনে একটু একটু করে জমানো স্মৃতি গুলো
মস্তিষ্কে চাপ দেয় আকাশ ভেঙে পড়ার মতো
কী ভীষণ যন্ত্রণা কি নিদারুণ কষ্ট!
আমি ভুলি নি।
এই যে দেখছো আমার হৃদয়, আমি
আমার প্রতিক্ষীত চোখ দুটি
ওঁৎ পেতে আছে তোমার জন্য। হয়তো আসবে...
ভালোবাসার প্রতিক্ষায় থাকা কি যে যন্ত্রণা!
বৃষ্টির প্রথম বিন্দু চোখের পাতায় পড়লে
কিসের যেন একটা অভাব অনুভূত হয়
মনে হয় বহুদিন কাঁদি না।
মনে পড়ে যায় ভালোবাসা হারানোর ব্যাথা
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে
কারও বিশ্বস্ত বুকের উপর ঢলে পড়তে ইচ্ছে করে
অথচ, তুমি নেই। একটা বিশ্বস্ত বুক নেই।
চোখ ভুলে গেছে কষ্ট পেলে তাতে জল আনতে হয়
কি অদ্ভুত! মানুষ অশ্রু সংকটেও ভোগে।
বেদনা ও যন্ত্রণার মাঝে
দীর্ঘ একটা তফাৎ আছে জানো তো,
এই যে আমি তোমার প্রতীক্ষায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি
প্রতি সেকেন্ডে নিরবে কমে আসছে আমার নিঃশ্বাস
অথচ কাঁদতে পারছি না কাউকে বলতও পারছি না
এটা হচ্ছে বেদনা। যা বুক ফেটে রক্ত ঝড়ায় না
কিন্তু বুক ভরা দুঃখ জমায় জীবন ভর।
আর তোমার চলে যাওয়ার দৃশ্য দেখে
যেদিন চিৎকার করে কেঁদেছিলাম।
জোড় করেও ধরে রাখতে পারি নি
সেদিন যে ঝড় বয়েছিল বুকে
ভেঙে তছনছ করে দিয়েছিল সবটা
টুকরো টুকরো হয়ে ক্ষত-বিক্ষত হয়েছিল মন
সেটা হচ্ছে যন্ত্রণা। আমি চিৎকার করি যা
তুমি টের পাও বুঝতে পারো।
অথচ তোমার উপর কোনো-ই প্রভাব পড়ে না তার,
তুমি তো তুমিই
ভুলে যে গেছো সেটাও একদম নির্ভুল ভাবে
এই ভুলে যাওয়া টাও একটা শিল্প বটে জানো!
যা সবাই করে দেখাতে পারে না
অথচ তোমাকে, এক আঁচড়ে কি ভীষণ
ভাবেই না পেয়ে বসলো!
কিন্তু আমাকে ছুঁতে অবধি
পারে নি।
২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৫
Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১০
দেয়ালিকা বিপাশা বলেছেন: বাহ!! চমৎকার একটি কথা লিখেছেন!!প্রতিটি শব্দ প্রত্যেকটি লাইন্ যেন মনে দাগ কেটে গেছে!!! অনেক শুভকামনা এবং পোস্টে ভালোলাগা।
৩| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৬
Subdeb ghosh বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন!
৪| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৭
Subdeb ghosh বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!
ভালো থাকুন।
৫| ২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১৮
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: চমৎকার -
১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৫
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লেগেছে। সুন্দর লাইনগুলো :
মনে হয় বহুদিন কাঁদি না।
কি অদ্ভুত! মানুষ অশ্রু সংকটেও ভোগে।
এই ভুলে যাওয়াটাও একটা শিল্প বটে জানো!