নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
একটা ছোট্ট শব্দই যথেষ্ট
আমাকে নিঃশেষ করে ফেলার জন্য।
তবু কেমন ছটফট করছি...
কেমন মানিয়ে নিচ্ছি যন্ত্রণায় এবং রক্তক্ষরণে!
জানি, এই জীবন আমার হাতে নেই।
জানি, এই দুনিয়ায় কিছুই আমার নয়।
জানি, ঈশ্বরও আমার মতোই একা...
আর তাই নিরন্তর শূন্যতার সৃষ্টি করে চলেছে।
বুকের খাঁচায় স্থির হয়ে থাকে ভালোবাসা...
বেঁচে থাকা...
শুধু স্মৃতির জন্ম দিয়ে চলা...
শুধু স্বপ্ন দেখে যাওয়া...
নদীর বুকে নুয়ে পড়া অন্ধকারের মতো
তোমার বুকে নুয়ে থাকা উষ্ণতা...
আমি।
আমি... এ তো একটা শূন্যতাই।
২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪
Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৩
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: ভালো বলেছেন, ঈশ্বরও আমার মতোই একা -
২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫২
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৫
জগতারন বলেছেন:
Nice !
Liked !!