নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

নিষ্ঠুর মানবতা

১০ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৯

কখনো কখনো জীবনের আকাশে জমে কালো মেঘ
ঝড় উঠে জীবনে বিধাতার পরীক্ষায়।
কারো কারো বিষাক্ত আত্মার হীনমন্যতা ও চক্রান্তে
সত্য মুখ লুকায় সময়ের নির্মমতায়।
জীবন যুদ্ধের সন্ধিক্ষণে অনেকে থাকে সুযোগ সন্ধানে
কেউ কেউ করে সুযোগের সদ্ব্যবহার,
সর্পজাত মানুষের বিষাক্ত ছোবলে জর্জরিত হৃদয় মনে
চলার পথে নামে ক্ষণিকের আঁধার।
নির্যাতিত,নিপীডিত ও লাঞ্চিত হয় অনেক সৎ মানুষ
হিংসুটে ও স্বার্থপর মানুষের কারণে,
কেউ দুঃখে থাকলে এক শ্রেণীর মানুষ সুখবোধ করে
সহমর্মিতা দেখায় আচার আচরণে।
জীবনের ক্ষণস্থায়ী অভিসারে হৃদয়ে কত রক্ত ঝরে
লোভী ও স্বার্থপর মানুষের ছলনায়,
সুচি সুন্দর এই জীবনযাত্রাকে অস্বাভাবিক করে তারা
সুন্দর জীবনটা ভরে যায় বেদনায়।
জীবন নামক লাগামহীন ঘোড়া ছুটে চলে অবিরাম
জীবনটা যেন এক অবাক বিস্ময়,
সময়ের নির্মমতায় কখনো নির্বোধেরাও চতুর সাজে
মনে মনে ভাবে বিশ্ব করেছে জয়।
কারো জীবনেই সুখ দুঃখ বেদনা চিরস্থায়ী থাকে না
সময়ে আলোকিত হয় জীবনাকাশ,
হৃদয়ের গভীরে রয়ে যায় নির্মম আঘাতের সেই ক্ষত
বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস।
মানুষ কেন মত্ত হিংসা ও প্রভাব প্রতিপত্তির খেলায়
কেন করে মানবতার নিষ্ঠুর অভিনয়?
কঠিন হয়েছে জীবন চলার পথ,সর্বত্রই চলছে শঠতা
সত্যের পথ কেন কন্টকাকীর্ণ মরুময়?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর এক অনুভুতি

২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫০

Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫১

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৬

নীলা(Nila) বলেছেন: খুবই সুন্দর হয়েছে

২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫১

Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: সময়ে আলোকিত হয় জীবনাকাশ - অনেকের ক্ষেত্রে সেটাও হয় না। এর জন্যেও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হয়।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৭

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.