![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ পরিবারের একটি ছেলে। আমি আমার দেশকে ভালবাসী কিন্তু দেশের রাজনিতি ও বর্তমান রাজনিতি ব্যক্তিদের ঘৃণা করি। আসুন না আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি।
বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। আমারা মানুষ তাই আমরা ঠিক বৃক্ষের মত ফল দিতে না পারলেও আমাদের কথা আমাদের ব্যবহার আমাদের কর্মই কিন্তু আমাদের পরিচয় বহন করে। যেমন আমি... ক্লাশ এইটে আমাদের জার্মান মজিবর স্যার আমাকে কিলিয়ে গুতিয়েও ইংরেজী গ্রামার শিখাতে পরেনি তাই শেষ পর্যন্ত আমার নাম দিয়েছিল সুন্দর গাধা। যেমন বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান, তত্কালীন পূর্ব পাকিস্তানের অনগ্রসর মানুষের পক্ষে লড়াই করার জন্য তিনি হয়েছেন বঙ্গবন্ধু। যেমন খালেদা জিয়া, সামরিক জান্তা এরশাদের বিরুদ্ধে লড়াইতে এরশাদের সাথে তিনি কোনো প্রকার আপোষ করেননি তাই তিনি হয়েছেন আপোষহীন নেন্ত্রী। যেমন এরশাদ, যাব কি যাবনা করব কি করবনা এই হা না এর কারনেই কিন্তু তিনি হয়েগেছেন থুথু বাবা।
এবং সব শেষে বলবো আমাদের তথ্য বাবার কথা.. সেদিন বললেন আমার কাছে তথ্য আছে। ব্যাস, আর যায় কোথায়!! তিনিও হয়েগেলেন তথ্য বাবা। এই তথ্য বাবা তথ্য প্রদানের নামে তার পচে যাওয়া মগজ থেকে বের হয়ে আসা যত্ত সব মন গড়া পচা পচা ধারনা গুলো আমাদের মাঝে উগলাইতেছেন আর এদিকে আমরা স্বাধারণ জনগণ তথ্য বাবার নিত্য নতুন তথ্য শুনিয়া ব্যাপুক বিনুদুন লইতেছি। বলে জাতিসংঘ জামায়াতি হয়েগেছে, ইইউ গোষ্ঠী জামায়াতের পক্ষ নিয়েছে হাহাহা....
শেষ করার আগে বিখ্যাত সেই প্রবাদটা না বললেই নয়,, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এই যে এখানে পাঠক১৯৭১কে আছিলা বাঁশ দিয়েছে রাজশাহীর পোলা
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: আপনার ছেলেকে দেখলে আপনাকে চিনতে পারবো।
তবে ইডিয়ট জয় সম্পর্কে ভালো বলেছেন।