![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ পরিবারের একটি ছেলে। আমি আমার দেশকে ভালবাসী কিন্তু দেশের রাজনিতি ও বর্তমান রাজনিতি ব্যক্তিদের ঘৃণা করি। আসুন না আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি।
দেখেন এই রুবেল + হ্যাপির শাহবাগীয় চুদুরবুদুর নিয়ে আমাদের কিছু বলার নাই তবে তার এই পর্দানশীলতা দেখে দুইখান কথা বলতেই হয়।
শুনলাম এই হ্যাপি নাকি নায়কা, তো সে কি পরবর্তীতে আর ক্যামেরার সামনে পোশাক খুলবেনা যে আজকে সে পর্দা করে মিডিয়ার সামনে এসেছে? এটা কি ভোটের আগে হাতে তাশবিহ আর মাথায় পট্টির মত হয়ে গেল না?
সে বলেছে রুবেল তাকে বিয়ের প্রলভন দেখিয়ে ভোগ করেছে। এর অর্থ দাড়াচ্ছে হ্যাপি সেচ্ছাই নিজেকে ভোগ করতে দিয়েছে এবং রুবেল ভোগ করেছে।
এই হ্যাপি কি সেই জন্য অনুতপ্ত? সে যা করেছে সেটা ব্যাভিচার সেটা কি সে বুঝেছে যে পর্দা করেছে? কেও বিয়ে করতে চাইলেই কি বিয়ের আগেই নিজেকে সেই পুরুষের কাছে সমার্পিত করা বৈধ?
আচ্ছা, এটা ধর্ষন হয় কি ভাবে? যেখানে বোঝায় যাচ্ছে যা কিছু হয়েছে উভয়ের সম্মতিতেই হয়েছে।
যেহেতু অবৈধ শারিরিক সম্পর্ক দন্ডনীয় অপরাধ সেহেতু শুধু রুবেল গ্রেফতার হবে কেন? গ্রেফতার দুজনকেই করতে হবে। শাস্তি হলে দুজনেরই হতে হবে। ধোকা দেওয়ার জন্য রুবেলের শাস্তির মাত্রা বেশি হতে পারে কিন্তু শাস্তি দুজনেরই হতে হবে।
©somewhere in net ltd.