নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃক্ষ সঙ্কটসহ অনুকূল আবহাওয়া আর মানুষের আন্তরিকতাবোধের অভাবে শ্যামল বাংলার বিভিন্ন প্রজাতির পাখি যখন কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে, ঠিক তখন পাখির অভয়াশ্রম গড়ে তোলার ব্যতিক্রমী দায়িত্ব কাঁধে নিয়েছেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মামুন বিশ্বাস ও

পাখির নিরাপদ বাড়ী

পাখির নিরাপদ বাড়ী › বিস্তারিত পোস্টঃ

দি বাড সেফটি হাউজের উদ্যোক্তা হিসেবে আজ আমি গর্বিত ।

২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৪

পাখির কাজ বেশ কিছু জাতীয় পত্রিকায় প্রকাশ হওয়ায় আমদের সাথে অনেক বন্ধুবান্ধব যোগ দিয়েছে ।আশা করি আল্লাহ রহমতে টিভি মিডিয়া আমাদের নিউজ কপার দিবেন ।আমরা সিরাজগঞ্জ জেলা পাখির অভ্যয়অরণ্য গড়ার চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:১২

ইমতিয়াজ ১৩ বলেছেন: গর্বিত হবে গবিত নয়। ঠিক করে নিবেন প্লিজ।

২| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:২০

ঘুড়তে থাকা চিল বলেছেন: আপনারা এই মহৎ উদ্দোগ নিয়ে এগিয়ে চলুন

২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:০২

পাখির নিরাপদ বাড়ী বলেছেন: আপনাদের সাবিক সহযোগিতা আমদের কাম্য https://www.facebook.com/TheBirdSafetyHouse

৩| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪১

মামুন হাসান১৩৯৮ বলেছেন: অসাধরন

২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:০১

পাখির নিরাপদ বাড়ী বলেছেন: আপনাকে ধন্যবাদ https://www.facebook.com/TheBirdSafetyHouse

৪| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৮

কাবিল বলেছেন: এটা একটা মহৎ উদ্দেগ, গর্বিত হওয়ার মতই কাজ। আপনার ব্লগে সব গুলো পোস্টই পাখি বিষয়ক পোস্ট। আপনার এই পাখি নিরাপত্তা বিষয়ক পোস্ট মানব সমাজ আরও সচেনতায় বৃদ্ধি পাবে বলে আশা রাখি। আমরা সব সময় আপনার পাশে আছি।


কিছু মনে না করলে আর একটি বিষয় বলতে চাই,
আপনার পোস্ট পরিসংখ্যান বলে-----(আমি কমেন্ট করা পর্যন্ত)
পোস্ট করেছি: ১৪টি
মন্তব্য করেছি: ৫টি
মন্তব্য পেয়েছি: ২০টি
ব্লগ লিখেছি: ৩ সপ্তাহ ৪ দিন
অনুসরণ করছি: ১ জন
অনুসরণ করছে: ০ জন

আপনি যা মন্তব্য পেয়েছেন, তুলনামূলক ভাবে অনেক কম মন্তব্য করেছেন।
সামু প্লাটফর্ম একটি উম্মক্ত মতামত প্রকাশ করার স্থান।
মন্তব্য আর প্রিউত্তর এর মাধ্যমে একটি পোস্টের গুনগত মান উপলব্ধি করা যায়।
আশা করি এই শুন্যস্থানটি পূরণ করে আপনাকে উতসাহ দেয়ার স্প্রাহা বারিয়ে দিবেন।

২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:০০

পাখির নিরাপদ বাড়ী বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া আমাকে সঠিকভাবে নিদেশনা দেওয়ার জন্য ।আর একটা অনুরোধ আমাদের ফেসবুক পেজে গিয়ে যদি সবাই মিলে শেয়ার বা লাইক দেন তাহলে আমরা আরো প্রচার পাবো ।লিংক
দের সাথে যোগাযোগ কনুর https://www.facebook.com/TheBirdSafetyHouse

৫| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৩

চরিত্রহীন মোড়ল বলেছেন: এমন একটি উদ্যোগ আমাদের গ্রামে নিতে চাই ।।কি থেকে শুরু করবো বুঝতে পারছি না .।

২২ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৫

পাখির নিরাপদ বাড়ী বলেছেন: আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই পারবেন । আমাদের পেজ দেখুন আমা
দের সাথে যোগাযোগ করুন চেষ্টা করবো সহযোগিতার করার https://www.facebook.com/TheBirdSafetyHouse

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.