![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছু ধরে বৃষ্টি হওয়ার কারনে আমদের দেশে প্রায় সব ধরনের পাখিদের অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে ।আসলে আমরা অনেকেই সব সময় নিজেদের নিয়ে ভাবী ।কখনো কি আমরা ভেবে দেখেছি,আমাদের সময় থাকতে এই প্রকৃতির প্রতি যতœবান না হলে অদূর ভবিষ্যতে এগুলো হয়তো হারিয়ে যাবে আমাদের দেশ থেকে। পাখির জন্য নিরাপদ বাসা। আমরা পাখি শিকার থেকে নিজে বিরত থাকি এবং অন্যকে বিরত থাকতে বলি।বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন পোকা মাকড় খায়, কোন কোন পাখি সাপ ধরে খায়, কোন পাখি ইঁদুর ধরে খায়, কোন কোন পাখি উইপোকা ধরে খায়, কেউ মশা ধরে খায়। একটা বিষয় মনে রাখতে হবে পরিবেশ ধ্বংস করলে একদিন আমরাই অথবা আমাদের বংশধর পাবে তার বিরূপ প্রতিদান। পাখিরা হল আমাদের প্রকৃতির বন্ধু। এরাই আমাদের প্রাকৃতিক পরিবেশকে বাঁচিয়ে রেখেছে। প্রাকৃতিক পরিবেশ বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো।
©somewhere in net ltd.