![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে পারি আমি বয়সে ছোট, হতে পারি গরিব, কিংবা সমাজের চোখে অবহেলিত । কিন্ত মামুন বিশ্বাস যে উদ্যোগ নিয়েছে তা তুলনা করা মত কিছু নাই। আমাদের বর্তমান সমাজে কিছু কাজ করা দরকার সে কথা কেউ মনে রাখে না। অনেকেই নিজের চিন্তা অস্থির বাড়ী হবে এসি গাড়ি হবে এসি অফিস হবে এসি থাকতে হবে দামি ল্যাপটপ ও আই ফোন। আমি কখনো এগুলো নিয়ে ভাবিনা। আমার চিন্তা আমি দেশের নাগরিক আমাকে দেশের জন্য কিছুই করতে। পাখি আমাদের পরিবেশ রক্ষা করে তাদের বাঁচিয়ে রাখতে আমি নিরাপদ বাসা তৈরির কাজ করে যাচ্ছি।অনেক টাকা খরচ করে যাচ্ছি তাতে আমার কষ্ট নাই আমার কাজ দেখে সবাই যেন পাখির প্রতি ভালবাসা সৃষ্টি হয় এটাই আমার কাম্য।সব সময় ইমন,শাহীন, কামিরুল, নবী যে ভাবে কাজ করে যাচ্ছে তা বলে বুঝাতে পারবো না। আমাদের কাজে যে কেউ আসতে পারেন।
©somewhere in net ltd.