![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।শাহীন কলস নিয়ে গাছে উঠার প্রস্তিত নিচ্ছে ।
২।আমাদের কাজের সাবিক যোদ্ধারা ।
৩.আমাদের ষ্টোর রুম ।
৪. গাছে অনেক কষ্ট করে হাড়ি তোলা হচ্ছে ।
৫.আমাদের নবী ভাই ।
৬. ইমন -মামুন ।
৭. কামিরুল ।
ভাল লাগলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন https://www.facebook.com/TheBirdSafetyHouse
১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৯
পাখির নিরাপদ বাড়ী বলেছেন: ধন্যবাদ ভাই আমাদের সাপোট দেওয়া জন্য।দোয়া করবেন আমাদের কাজ যেন আথিক সংকটে না পরে।
২| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫২
সুমন কর বলেছেন: মহৎ এবং চমৎকার কাজ। শুভ কামনা রইলো।
১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১০
পাখির নিরাপদ বাড়ী বলেছেন: ধন্যবাদ।
৩| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০১
ভিটামিন সি বলেছেন: পাখদিরে জন্য হাড়ি-পাতিল গাছে তুলে দিয়ে কি করেন? পাখিরা কি রান্না-বান্না করবে নাকি? তাইলে কাপ-পিরিচ, চা-চিনি, কনডেন্সড মিল্ক ও দিয়া দেন। চা খাইব নে।
১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৬
পাখির নিরাপদ বাড়ী বলেছেন: পাখিরা বাসা বাধে আর আপনে জীবনে শুধু মনে হয় চাই খান তাই সব খানে চা যোগ করেন।ভাল কিছু কাজ নিজের টাকা খরচ করেন তাহলে বুঝবেন।আমি পাখির জন্য উন্মুক্ত অভয়াশ্রম বানিয়েছি।আমাদের জন্য দোয়া করবেন।হাড়ি কিনতে আমার অনেক টাকা শেষ হয়েছে তবু থেমে নেই হয়তো ঈদের কেনাকাটা হবে না তবু ভালবাসি পাখিকে।
৪| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৮
ভিটামিন সি বলেছেন: কেন রে ভাই? পাখিরা কি বাসা বাধতে জানে না? তারা বাসা বান্ধা ভুইল্যা গেছে? আপ্নেরে কইছে তাদের জইন্য গাছে হাড়ি-পাতিল বাইন্ধা দিতে? এই মাটির হাড়িতে বিচ্ছু পোলাপাইনে ঢিল মারলেই শেষ, রশি ছিইড়া বা পইচ্চ্যা গেলেই শেষ, গাছের মরা ডাল উপরে পড়লেই শেষ তাছাড়া যে গাছে উঠে এইটা রশি দিয়া বানতেছে, সে গাছ থেকে পড়ে হাত পা ভাঙলে তার দায়িত্ব আপনি নিবেন? কিছুদিন পরে এক একটা হাড়ি সাপের বাসা হলেও বিচিত্র কিছু হবে না। একটা হাড়ি কিনতে আর রশি বানাইতে যে খরচ হয়েছে তা দিয়ে এই বর্ষাকালে একটা গাছ লাগান। পরিবশে, প্রতিবেশ বাচঁবে, মানুষ পাবে অক্সিজেন, সামান্য হলেও গ্রীন হাউজ ইফেক্ট কমবে। আর একটি গাছে শত শত পাখির নিরাপদ আবাস হবে। বট, কদম এগুলা লাগাান। বেশি পাতার বড় গাছ হবে। চারাও কিনতে হবে না। আপনার আশে-পাশের রাস্তার ধারে, বিলের পাড়ে, আপনার বা বন্ধুদের পুকুর পাড়ে লাগান গাছ। আপনার গ্রামকে ভরিয়ে ফেলুন গাছে গাছে। তারপর পরের গ্রামে যান। তারপর পরের গ্রামে। মিয়া দেশ ভরে যাবে পাখিতে। কি, মাইন্ড খাইলেন নাকি?
১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৭
পাখির নিরাপদ বাড়ী বলেছেন: ভাই আমাদের রশি ওটার প্রুপ আর কলসি দেখার জন্য আমরা সবাই প্রতিদিন গ্রামের সব খানে যাই। পাখি সংরক্ষন এলাকা আমরা ঘোষণা দিয়েছি কোন ধরনের পাখি শিকারি রা আমাদের গ্রামে আস্তে পারে না। তিন শত বাসা বেধেছি আরোপাঁচশ বাধার কাজ চলছে।সব শেষ আমাদের জন্য দোয়া করবেন। আর গাছে থেকে পড়ার কথা বলছেন।আল্লাহ সব সময় ভাল কাজের পাশে থাকে এবং আমাদের সাথে থাকবে।
৫| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৩
উড়ালপক্ষী বলেছেন: @ ভিটামিন সি, ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আইডিয়ার জন্য।
৬| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২০
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার আইডিয়া এবং অবশ্যই দারুন একটা কাজ।
৭| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩১
কাবিল বলেছেন: @ ভিটামিন সি এর সহমত।
৮| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯
মামুন ইসলাম বলেছেন: ভালো কাজ
৯| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৭
ইছামতির তী্রে বলেছেন: ভিটামিন ভাইয়ের কথাগুলো ফেলনা নয়। যথেস্ট যুক্তি আছে। এভাবে পাখির বাসা বানানোর পরিকল্পনা আমার কাছেও একটু অন্যরকম লেগেছে। এরচেয়ে বেশী বেশী গাছ লাগিয়ে দিলে ভাল হবে। যার যা কাজ তাকেই তা করতে দেয়ায় বিশ্বাসী আমি। পাখির বাসা পাখি নিজেই বানাবে।
১০| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪
নুর ইসলাম রফিক বলেছেন: আপনি যেমন আপনার মতো থাকতে চান,পাখিকেও ঠিক তার মতো থাকতে দিন।
পাখি আপনাতেই বুনুক আপন নীড়।
আপনার কলস পাতার তো ধরকার নাই।
বরং আপনি দুঃখিত আমরা চলুন পাখির অভয়ারণ্য সৃষ্টি করি।
অনেকটা ভিটামিন ভাইয়ের কথাগুলির মতো।
আপনার খরছ পাতিটা যদি যুক্তি সংগত হতো তবে আমিও আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতাম আপনাকে।
জ্ঞান নয় ভাই পরামর্শ দিলাম।
আশা করি ভাই ভুল বুঝবেন না।
হ্যা আমি এখনি আপনাদের পেইজে ঘুরে আপনাকে ইনবক্স করছি।
১১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: পাখি আমাদের বন্ধু । পাখি দেখুন পাখি চিনুন ।পাখিদের ভালবাসুন্ । কথা গুলো ভাল লাগলো । ঝড় আর শিলা বৃষ্টি হলে মাটির কলষের কি হবে ? ভেবে উৎকন্ঠিত । তবে আপনা পরিকল্পনা মহৎ সন্দেহাতিত ভাবে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১২
যোগী বলেছেন:
আপনারা শুধু নিজের ইচ্ছায় আর ভাল লাগায় অনেক দারুন কাজ করেন।
আপনাদের কাজের প্রটি অনেক ভালোলাগা।