|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টোরোন্টোতে বাংলাদেশীদের নিজস্ব ক্লাব হল “ক্রিসেন্ট টাউন” ক্লাব। মাসে একবার কখনো সখনো দুইবার  লাঞ্চের আয়োজন করে থাকেন ক্লাব কর্তৃপক্ষ। গত ১ মাসে  এই রকম দুটো লাঞ্চ এ উপস্থিত ছিলাম।  লাঞ্চের আগে এবং পরে বাঙ্গালীর অতিপ্রিয় জিনিস - আড্ডা। আর আড্ডা মানেই রাজনীতি।
 প্রথম লাঞ্চ – স্থান- গাওয়ার স্ট্রীট। লাঞ্চের আগে তাস খেলা চলছিল আর  যথারীতি  বাজছিল দেশাত্ববোধক গান “ পূর্ব দিগন্তে.........। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে এই গান গুলো আমাদের কি অসাধারন অনুপ্রেরনা যুগিয়েছিল তা উল্লেখ করে বললাম “ সেই সময়ে  মুস্টিমেয় রাজাকার আলবদর ছাড়া সমস্ত জাতি ঝাপিয়ে পড়েছিল মুক্তি সংগ্রামে অথচ সেই সময়ের স্বাধীনতা বিরোধীদের বিচারেও আজ কত বাধা। তাদের উপযক্ত শাস্তি হল মৃত্যুদন্ড।  পাসে বসা ভদ্রলোক বিরোধিতা করে বলে উঠলেন “আপনি কেন এমন বলছেন?  রাজাকারদের কূকীর্তির ফিরিস্তি দিতেই তার দাবি হল “ এখন কূকীর্তি আরো বেশী হচ্ছে যদি সাইদীর ফাসী হয় তাহলে হাসিনার দুইবার ফাসি হওয়া উচিত। এখন দেশে কি হচ্ছে জিজ্ঞেস করাতে উনি দাবী করলেন এখন অনেক ৭১ এর চেয়ে বেশী খুন হচ্ছে যেমন বিশ্বজিত। 
ভদ্রলোকের বয়স ৬০ এর উপরেই হবে তার মানে মুক্তিযুদ্ধ তিনি সজ্ঞানে দেখেছেন। পোষাকে আশাকে কথা বার্তায় ধার্মিক। দাড়ী টুপি পাজামা পাজাবী পরা দু এক টা কথার পরই  ইনশাল্লাহ  বলে নিজের মতামতকে পাকা পোক্ত করছেন।  বছর বিশেক আছেন কানাডাতে। উনি মুক্তিযুদ্ধ দেখেছেন, রাজাকারদের বর্বরতা দেখেছেন। এখন দেশে কি হচ্ছে তা শুধু খবরের কাগজে বা দেশের লোকদের মাধ্যমে জানেন।স্বচক্ষে দেখা  রাজাকারদের অপরাধ তার কাছে মনে হল তুচ্ছ, আর না দেখা বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা  অনেক বেশী বড় অপরাধ? বেশ কিছুদিন হল আমিও বিদেশে। দেশে কি সত্যি সত্যি ৭১ এর চেয়ে বেশী অপরাধ হচ্ছে? 
দ্বিতীয় লাঞ্চ- স্থান রিজেন্ট পার্ক।  অল্প কয়েকজন বাঙ্গালী মিলে সেদিন রিজেন্ট পার্কে লাঞ্চের আয়োজন। মোট জনা বিশেক। গাওয়ার স্ট্রীটে যেমন একটা সার্বজনীন ভাব থাকে তেমন কিছুই নয়। যদিও কমুনিটি হল তবুও অনেকটা পারিবারিক লাঞ্চের মতই। 
খাওয়া দাওয়া শেষে আড্ডা।  সেদিনকার আড্ডার রাজনীতির সুচনা যেভাবে হল তাই একটু বলি । ভদ্রলোকের সাথে একসময়ের কংগ্রেস সভাপতি এবং স্বাধীণ ভারতের শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের চেহারার মিল  চোখে পড়ায় তাকে সে কথা স্মরন করিয়ে দিলাম” আবুল কালাম আজাদের চেহারার সাথে আপনার চেহারার অদ্ভুত মিল। তিনি জবাব দিলেন “ সেই ভয়ে তো পালিয়ে এসেছি” আমি মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। আবুল  কালাম আজাদের সাথে চেহারার মিল থাকলে তিনি কেন বাংলাদেশ থেকে পালিয়ে কানাডায় চলে আসবেন? একটু থেমে  ভদ্রলোক আবার বললেন “আজাদ মনে হয় তুরস্কে বা ইরানে যাওয়ার চেস্টা করছে” এতক্ষনে বুঝলাম তার কাছে আজাদ মানে হল বাচ্চু রাজাকার।  বাচ্চু রাজাকারের যথাশীঘ্র ফাসি কার্যকর হোক এমন মত প্রকাশ করাতেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। সাইদীর মত বিখ্যাত আলেম, নিজামীর মত পরহেজগার মানুষ ইত্যাদি কথার তুবড়ি ছুটালেন।  এবং শেষ মেষ যখন দাবী করলেন মুক্তি যোদ্ধারা ৫০ লক্ষ বাঙ্গালী নারী ধর্ষন করেছে তা তিনি স্বচক্ষে দেখেছেন তখন আর ধৈর্য্য রাখতে পারলাম না। বাংলা ছেড়ে ইংরাজীতে  বললাম “ You are a liar “
পাশের আপার কাছ থেকে ভদ্রলোকের নাম জানলাম দলিরুদ্দিন। বাংলাদেশে বাড়ী ছিল নোয়াখালীতে। পাকিস্তানের নেভীতে লেফটেন্যান্ট ছিলেন। তার দাবী ছিল তিনি মুক্তি যুদ্ধ করেননি ঠিকই তবে পাকিস্তানীদের ও সহায়তা করেন নি।
  এমন মানুষদের দেখে নিজেও বিভ্রান্তির মধ্যে পড়ছি, সত্যিই কি ভদ্রলোক দুজনে ঠিক এবং আমি নিজেই যা দেখেছিলাম বা জেনেছিলাম তা ভুল?
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০২|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:০০
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:০০
ইলুসন বলেছেন: কানের তলে ঠাডায়া দুইটা লাগাইয়া দিতেন হালার স্মৃতি শক্তি ফেরত আইসা পড়ত।
৩|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:০১
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:০১
রুথলেস রাস্টস বলেছেন: "ভদ্রলোক ধার্মিক", "কথার শেষে ইনশাআল্লাহ..." .....  সুযোগ বুঝে খোঁচা দিলেন মনে হয়? চান্স পে ডান্স!
বাই দি ওয়ে  ক্যায়া হুয়া ব্রাদার? জাস্ট চিয়ার্স, বিদেশে থেকে বিচারের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। যুদ্ধাপরাধের বিরুদ্ধে যদি কেউ কিছু করেই তো করবে খালেদা আন্টি। প্রচারনা চালাচ্ছেন শুনলাম।
৪|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:০৩
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:০৩
রুথলেস রাস্টস বলেছেন: "ভদ্রলোক ধার্মিক", "কথার শেষে ইনশাআল্লাহ..." .....  সুযোগ বুঝে খোঁচা দিলেন মনে হয়? চান্স পে ডান্স!
বাই দি ওয়ে  ক্যায়া হুয়া ব্রাদার? জাস্ট চিয়ার্স, বিদেশে থেকে বিচারের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। যুদ্ধাপরাধের বিরুদ্ধে যদি কেউ কিছু করেই তো করবে খালেদা আন্টি। প্রচারনা চালাচ্ছেন শুনলাম।
৫|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:০৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:০৯
মোস্তফা কামাল  পলাশ বলেছেন: আমি যদি  আপনাকে জিজ্ঞাস করি যে উপরোক্ত দুজনের সাথে আপনার পার্থক্যটা কোথায় সেটা দয়া করে বলবেন কি???
উনারা দুজন ১৯৭১ সালে  মুক্তিযুদ্ধের  পাক হানাদার ও তার সহযোগীদের দ্বারা সংঘটিত বর্বরতা নিয়ে সন্দেহ পোষন করেছেন ও তা জাষ্টিফাই করতে চেষ্টা করেছে আপনার সাথে আলোচনার সময়
ঠিক একই ভাবে আপনিও দিন রাত পেপারে পড়ে, টিভিতে দিনে দূপুরে প্রকশ্যে মানুষ মারা দেখার পরেও সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদেরই মত অবস্হান নিলেন নাকি?? আপনি লিখলেন "
"স্বচক্ষে দেখা রাজাকারদের অপরাধ তার কাছে মনে হল তুচ্ছ, আর না দেখা বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা অনেক বেশী বড় অপরাধ? বেশ কিছুদিন হল আমিও বিদেশে। দেশে কি সত্যি সত্যি ৭১ এর চেয়ে বেশী অপরাধ হচ্ছে? "
৭১ এর মত ৩০ লাখ মা-বোন ধর্ষিত না হলে কি আপনার মতে দেশের আইন শৃঙ্খলা পরিস্হিতি খুব ভাল আছে বলে ধরে নিতে হবে আমাদের? 
 
৬|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:২৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:২৭
এস্কিমো বলেছেন: টরন্টোয় একদল জামাতি আছে। এরা বেশ সক্রিয়। নেটওয়ার্ক আছে - যার মুলে আছে জামাতি টপ লিডারের মেয়ের জামাই। রিজেন্ট পার্কের ওদের একটা বড় গ্রুপ থাকে আর মারহাবার উপরের একটা মসজিদ বানিয়ে সেখান থেকে কর্মকান্ড চালায়। মারহাবা আর শাহজালাল গ্রোসারীর মালিকও জামাতি। তা ছাড়া ঢাকা কনভিনিয়েন্টের মালিক ফ্রিডম পার্টির নেতা ছিলো - সে রাজাকারদের শেল্টার দেয়। 
একটা লিফলেট দেখছিলাম ওরা সাঈদীর মুক্তির দাবীকে ডানডাস স্কোয়ারের মিছিল করবে। কিন্তু করেনি। করলে একটা ফোন দিতাম পুলিশে - কারন সাইদী নোফ্লাই লিস্টে আছে - মানে টেররিস্ট লিস্টের কাছাকাছি। ওর পক্ষে যারা সমাবেশ করবো সবার নাম পুলিশের লিস্টে চলে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো এই জামাতী গোষ্ঠী বেশীর ভাগই মিথ্যা কথা বলে এসাইলেম নিয়েছে - এখন সাবসিডাইজড বাসায় থাকে - অনেকেই কাজ করে না। তাদের নাম পুলিশে গেলে সমস্যা হবে - সেই ভয়ে এরা খুব একটা উচ্চবাচ্য করে না। শুধু ঘরের ভিতরেই তর্ক বিতর্ক করে। 
তবে এদের চিনে রাখেন - নাম ঠিকানা রেখে দেবেন। সমস্যা করলে পুলিশে কল দিয়ে দিলেই সব ঠিক ঠাক। 
৭|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:২৮
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:২৮
এস্কিমো বলেছেন: উপরের একটা জাতীয়তাবাদী মগজের গন্ধ পাচ্ছি। ওরে বলেন মুক্তিযুদ্ধ সম্পর্কে ওর মুরুব্বিদের কাছে জেনে নিতে।
৮|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:৩৪
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: মুক্তিযুদ্ধ সম্পর্কে মুরুব্বিদের কাছে জানতে চাওয়াটাই উত্তম সুরন্জিত সেন গুপ্ত কিংবা আবুল হোসেনের টাকা খেয়ে তাদের ভাল মানুষ প্রমান করতে ব্লগে-ব্লগে দালালী করে পোষ্ট দেওয়া কোন নিম্ন শ্রেনীর আওয়ামী দালাদের কাছে নয়।
৯|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪৫
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪৫
সাত সাগেরর মাঝি বলেছেন: "ভদ্রলোক
ধার্মিক", "কথার
শেষে ইনশাআল্লাহ..." ..... সুযোগ
বুঝে খোঁচা দিলেন মনে হয়? চান্স
পে ডান্স! বাই
দি ওয়ে ক্যায়া হুয়া ব্রাদার? জাস্ট
চিয়ার্স, বিদেশে থেকে বিচারের
বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না।
যুদ্ধাপরাধের বিরুদ্ধে যদি কেউ কিছু
করেই তো করবে খালেদা আন্টি।
প্রচারনা চালাচ্ছেন শুনলাম।
১০|  ০৮ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:২৩
০৮ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:২৩
েবনিটগ বলেছেন:   
 
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৮:৪৮
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৮:৪৮
রাফা বলেছেন: তারাতো তাদের গোত্র চিনিয়ে দিয়েছে! আপনি বিভ্রান্ত হোচ্ছেন কেনো?
 আপনি বিভ্রান্ত হোচ্ছেন কেনো?
আপনি রাজাকারের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাইলে,কি তথ্য পাবেন ?