নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Bangladesh my home

বীরেনদ্র

Nothing much to say about

বীরেনদ্র › বিস্তারিত পোস্টঃ

সামরিক বাহিনী এবং খালেদা জিয়া।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০১



“সামরিক বাহিনী নীরব দর্শক থাকতে পারে না তারা সময় মত পদক্ষেপ নেবে”- সম্প্রতি বগুড়াতে খালেদা জিয়া এমনই বক্তব্য রেখেছেন। সামরিক বাহিনী নিয়ে খালেদা জিয়ার বক্তব্য সুস্পস্টভাবে ইঙ্গিতপুর্ন। যদিও বি,এন,পি, এর সেক্রেটারী জেনারেল ফখরুল ইসলাম শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। যদি একটা বা দুটো পত্রিকাতে উদ্ধৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়ে থাকে তখন তাকে সত্যের অপলাপ হিসাবে ধরে নেওয়া যেতে পারত, কিন্তু যেখানে অধিকাংশ পত্রিকাতে একই রকম সংবাদ পরিবেশিত হয়েছে সুতরাং তাকে সত্যি বলেই ধরে নেওয়া যায়। মিথ্যে কথাকে ঢাকতে হলে আরো মিথ্যে বলতে হয়। খালেদা জিয়ার বক্তব্যকে বিকৃতভাবে ছাপা হয়েছে এমন দাবী করতে গিয়ে মিথ্যের পর মিথ্যে বলতে হচ্ছে ফখরুল সাহেবকে।



এই প্রসঙ্গে মনে পড়ছে ১৯৯৬ সালের কথা। সেবার নির্বাচনে হেরে সবেমাত্র ক্ষমতা ছেড়েছেন খালেদা জিয়া। সেনানিবাসের মইনুল হাসান রোডের বাড়ীর সামনের কিছু অংশ ঘিরে দিতে বললেন চাকরদেরকে। কিন্তু বাধ সাধল পাশে থাকা দুজন সেপাই। সে খবর পৌছাল খালেদার কানে । বেরিয়ে এলেন অগ্নি মুর্তিতে। সেপাই দুজন সবিনয়ে তাদের সীমাবদ্ধতা জানালে ধমকে উঠলেন খালেদা- “তোমরা সেনাবাহিনীর লোকেরা বেইমান , কথা দিয়ে কথা রাখো না” সে জায়গা টুকু ঘিরে বেড়া দিতে পারেন নি খালেদা জিয়া।

কি নির্মম পরিহাস? মাত্র দুদিন আগেও যে সেনাবাহিনীর সর্বাধিনায়ক নির্দেশ পাওয়া মাত্র কুর্নিশ ঠুকে দাড়িয়ে থাকত পরবর্তি নির্দেশের অপেক্ষায় আজ সেই সেনাবাহিনীর সামান্য দুজন সেপাই তাকে উপেক্ষা করে চলেছে? কিছুই করতে পারছেন না তিনি।



পরদিন পত্রিকাতে এই খবর কাগজে ছাপা হওয়ার পর স্বাভাবিক ভাবেই সাংবাদিকেরা প্রশ্ন রেখেছিলেন, সেনাবাহিনী তাকে কি কথা দিয়েছিল, সেনাবাহিনীর কে তাকে কথা দিয়েছিল , ইত্যাদি।



২০০৮ সালের ঘটনা । দেশে চলছে চরম অস্থিরতা। আজ এক উপদেস্টা পরিষদ তো পর দিন আরেক দল। আজ দুজন রাজনৈতিক হত্যার শিকার হয় তো পরের দিন চারজন। এমন পরিস্থিতিতে এক ঘরোয়া আসরে সহপাঠী বন্ধু সেই সময়ের ব্রিগেডিয়ার মন্তব্য রেখেছিলেন “ দেশটা তো আমাদেরও” তারপরের ইতিহাস সবারই জানা।



সেনাবাহিনীকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্য কি ইঙ্গিত দেয় যে সেনাবাহিনীর কেউ খালেদা জিয়াকে কোন কথা দিয়েছে? সেনাবাহিনীর সহায়তায় কি ক্ষমতায় যেতে চাইছেন খালেদা? আর সেই লক্ষেই সেনাবাহিনীর হস্তক্ষেপ করার মত সার্বিক পরিস্থিতি তৈরী করতে চাইছেন তিনি? ২০০৮ সালের সহপাঠী ব্রিগেডিয়ার বন্ধুর মন্তব্যের সুত্র ধরেই বলি যদি সেনাবাহিনী সত্যি সত্যিই হস্তক্ষেপ করতে বাধ্য হয় তা হলে খালেদা জিয়া মসনদে আসীন হবেন এমন নিশ্চয়তা কি তিনি পেয়েছেন?



হায়রে ক্ষমতা! যেন তেন প্রকারেই হোক ক্ষমতা চাই, চাইই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

রাখালছেলে বলেছেন: হুমমম..আমারও ক্ষমতায় যাইতে মন চায় । সহজ কোন পন্থা দেখাইয়া দেন । গদিটায় একটু বইসা দেখি । আহা...কি আরাম । :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.