![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনপ্রিয়তা বাড়তে বাড়তে বিশ্বকাপ ফুটবল এখন গ্রীস্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার প্রায় সমকক্ষ। আর অল্প কয়েকদিন পর ১২ই জুন থেকে ১৩ই জুলাই পর্যন্ত এক মাসের বিশ্বকাপ ফুটবলের(FIFA 2014 ) আসর বসতে যাচ্ছে ব্রাজিলে। বিশ্ব কাপ ফুটবল নিয়ে কিছু মজার খবরঃ-
১)বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হলেন ব্রাজিলের রোনাল্ডো-মোট ১৫ গোল।
২)বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলেছেন জার্মানীর লোথার ম্যাথিউস- মোট ২৫টি ম্যাচ।
৩)বিশ্বকাপ ফুটবলে দ্রুততম সময়ে গোল হল করেন তুরস্কের হাকান সুকুর। ২০০২ সালের ২৯ শে জুন তৃতীয় স্থান নির্ধারনী খেলায় কোরিয়ার দায়েগু স্টেডিয়ামে মাত্র ১১ সেকেন্ডে দক্ষিন কোরিয়াকে এ গোল দেন তিনি।
৪)বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জার্মানীর অলিভার কান হলেন একমাত্র গোলরক্ষক যিনি “সোনার ফুটবল” পুরস্কার লাভ করেন।
৫)১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলের মুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ছিল ভারত। কিন্তু খালি পায়ে খেলতে না দেওয়ার কারনে নাম প্রত্যাহার করে নেয় তারা। এরপর ভারত আর বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করে নি।
৬)সবচে’ বেশীবার হেরে যাওয়ার রেকর্ড হল মেক্সিকোর – মোট ২০ বার
৭)এ যাবতকাল অনুষ্ঠিত সমস্ত বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে অংশ নেওয়া একমাত্র দেশ হল ব্রাজিল।
৮)সর্বমোট ৭৫টি দেশ বিশ্বকাপ ফুটবলের মুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও এ পর্যন্ত শিরোপা জয় করেছে মাত্র ৮টি দেশ।
৯)সর্বোচ্চ ৫ বার বিশ্বকাপ জেতা দেশ হল ব্রাজিল( ১৯৫৮,১৯৬২, ১৯৭০, ১৯৯৪,২০০২)
১০) বিশ্বকাপ জিততে পারা অপর দেশ গুলো হল –ইতালী ৪বার ( ১৯৩৪,১৯৩৮,১৯৮২,২০০৬), জার্মানী ৩ বার (১৯৫৪ ১৯৭৪ ১৯৯০), উরুগুয়ে -২বার(১৯৩০,১৯৫০), আর্জেন্টিনা-২ ( ১৯৭৮,১৯৮৬), ইংল্যান্ড, ফ্রান্স, এবং স্পেন- ১ বার।
১১)সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপ চ্যাম্পিয়নশীপে অংশ নেওয়া খেলোয়াড় হলেন ব্রাজিলের পেলে( ১৯৫৮,১৯৬২,১৯৭০)
১২)পরপর চারবারের বিশ্বকাপ ফুটবলে গোল করতে পারা খেলোয়াড় হলেন, ব্রাজিলের পেলে এবং জার্মানীর উই সিলার।
১৩)বিশ্বকাপ ক্রিকেট এবং বিশ্বকাপ ফুটবল খেলা একমাত্র খেলোয়াড় হলেন ভিভ রিচার্ডস।
১৪)ক্যামেরুনের রজার মিলা হলেন বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া এবং গোলদাতা সবচে’ বয়স্ক খেলোয়াড় ।৪২ বছর বয়স্ক রজার মিলা ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে অংশ নেন।
১৫)বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন- নরম্যান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে অংশ নেওয়া হোয়াইটসাইডের বয়স ছিল ১৭ বছর ৪১ দিন।
১৬)বিশ্ব কাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক করেন যুক্তরাস্ট্রের বার্ট পাতেনো ১৯৩০ সালে উরুগুয়ের বিরুদ্ধে।
১৭) ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবল থেকে মাঠে জার্সি বদল করতে নিষেধাজ্ঞা আরোপ করে FIFA ।
১৮) জার্মানীর ফ্রাঞ্জ বেকেনবাওয়ার হলেন একমাত্র ব্যাক্তি যিনি বিশ্ব কাপ ফুটবলে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন(১৯৭৪ সালে খেলোয়াড় এবং ১৯৯০ সালে কোচ)।
১৯) বিশ্বকাপ ফুটবলের একক অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক গোলদাতা দেশ হল হাঙ্গেরী। ১৯৫৪ সালের বিশ্বকাপে তারা মোট ২৭টি গোল দেন।
২০)বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ সংখ্যক দর্শক (প্রায় দুই লক্ষ) উপস্থিত ছিলেন ১৯৫০ সালে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ।
২| ২৮ শে মে, ২০১৪ ভোর ৪:৫৬
সকাল হাসান বলেছেন: বেকেনবাওয়ারই একমাত্র না - কার্লোস আলবার্তোও খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ রাত ৮:৩৬
উদাস কিশোর বলেছেন: অনেক কিছু জানা হলো ।
দারুন পোষ্ট