নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় অনেক কম, কাজ অনেক বেশি। সংবাদ মাধ্যমের চেয়ে উৎকৃষ্ট এই সিটিজেন জার্নালে অন্তত চটি লেখক মার্কা লোক নেই-আমি এতেই সুখ অনুভব করছি। লিখতে শুরু করেছি-লিখতে লিখতেই হয়তো একদিন ফুড়িয়ে যাবো। তারপরেও সকল মানুষের কল্যান কামনা করেই যাবো

বিভক্ত আত্মা

সাংবাদিক

বিভক্ত আত্মা › বিস্তারিত পোস্টঃ

-ঈশ্বরের বিচার

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

ঝড় আসিয়াছে ওই দুর পুবাকাশে
বহিছে ঝিরি ঝিরি হাওয়া মাতাল পরশে
পাতিয়া কান, শুনিতে পাই
হাকিতেছে পরান, এদিকে ওদিকে চাহিয়া
ভরিবে না আর পরাণ, পূবাকাশ দিয়া
হাল ছেড়ে, সেথা সে, গাহিছে আজ দিন শেষের গান
পরবেলায় মোর অনত্মলাগি
কঠিন হইবে বুঝি, আরো মুহ্যমান।
তপ্ত শ্বাস ছাড়ি, আবারো উঠিল হাকি
হইবে, হইবেই কি এবার অবসান?
কুন্ডলী পাকাইয়া শেষে, তুলিয়া নিলো শ্যামা রাগিনী বেশে
চুর্ণ হইলো পতন ভঙ্গিমায়, উড়িল শেষে পরমায়ু
ঈশ্বর মোরে করিল না ক্ষমা
লইবো, লইবোই শোধ, ঈশ্বরেরই তাপানলে
উর্দ্ধমুখে চাহি, কিঞ্চিত হাসিয়া
এইবারো কি আমারে তুমি ঈশ্বর-----?
আমি যেথা পণ করিয়াছি, তোমার রণে ভঙ্গ করিতে?
আসিতেছি হাকিয়া পরান, চক্ষু মুদে তপ্তশ্বাস ফেলিয়া
আমি লইবোই লইব শোধ, ঈশ্বর তোমার।
করিবো বিচার আমি ঈশ্বর হইয়া
নশ্বর আধারে তোমার রাজ
ঈশ্বর হইবো আমি বিশ্বব্রহ্ম
যেথা হইবে, হইবেই তুমি আমার কৃতদাস।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.