নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Black Panther

বলার কিছুই নাই।একজন সাধারন বাংলাদেশি ম্যাঙ্গো জনতা।

Black Panther › বিস্তারিত পোস্টঃ

দেখুন কিভাবে নির্বিকার ভাবে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে ১২ বছরের শিশু আলিফকে নিষ্ঠুর ভাবে হত্যা করার রোমহর্শক বর্ননা দিল তার বন্ধু ইউসুফ ও জয়।

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩২

কোন যুগে বাস করছি আমরা ! যেখানে তুচ্ছ কারনে দুই শিশু মিলে আর-এক শিশুকে নির্মম ভাবে গলা চেপে এবং পানিতে চুবিয়ে হত্যা করে ।।মানুষের মধ্য থেকে মানবতা-দয়া-মায়া সব উঠে যাচ্ছে। এখানে দেখুন কিভাবে নির্বিকার ভাবে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে ১২ বছরের শিশু আলিফকে নিষ্ঠুর ভাবে হত্যা করার রোমহর্শক বর্ননা দিল তার বন্ধু ইউসুফ ও জয়।তাদের মধ্যে কোন বিকার নেই যে তারা একজন মানুষকে হত্যা করেছে।হায়রে মানুষ ! হায়রে মানবতা !পুলিশের কাছে ১২ বছরের শিশু আলিফকে নিষ্ঠুর ভাবে হত্যা করার রোমহর্শক বর্ননা দিল তার বন্ধু ইউসুফ ও জয়

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন:
বিচার ব্যবস্থা যদি হয় আকারহীন, তাহলে তো অপরাধ হতেই থাকবে এরকম। আইন তো শুধু তৈরি করে পুস্তকাকারে লিপিবদ্ধ করলে হবে না, প্রয়োগও করা লাগবে।

যতদিন আইন পুস্তকাকৃতি থেকে বের না হয়ে প্রয়োগ হচ্ছে - ততদিন এসব ঘটনাকে নিতান্তই স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে। আমাদের কারোরই এতে কিছুই করার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.