নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার ইনোসেন্ট

“ মানুষের সব চেয়ে বড় পরিচয় সে ‘মানুষ ’। সৃষ্টির সেরা জীব । তাকেও যে আল্লাহ পাক বানিয়েছেন, আপনাকেও সেই আল্লাহ পাকই বানিয়েছেন । অতএব কাউকে ছোট করে দেখা উচিৎ নয় ।” “ দুনিয়াটা যেমন সমান নয় । এখানে বিভিন্ন উঁচুনিচু পাহাড় পর্বত দিয়ে যেমন এর ভারসাম্য রক্ষা করা হয়েছে । ঠিক তেমনি আল্লাহ পাকও মানুষের জীবনে দুঃখ কষ্ট দিয়ে এর ভারসাম্য রক্ষা করেছেন । তাই সুখী হবার পিছু ছুটে বোকার দলে না পড়াটাই বুদ্ধিদীপ্ত কাজ । ” “ ভাল মানুষ গুলো বোকা হয় । যদিও এরা বোকা বলেই ভাল মানুষ হয় । ” “ কারো ক্ষতি করেছেন তো মরেছেন । কেননা, সে ক্ষতি আপনারও হবে । কোনভাবে না কোনভাবে তো বটেই । এটাই নিয়ম । আর আমরা সবাই তো নিয়মেরই দাস । তাই না ? ” “ মানুষ মাত্রই ভুল হবে । এটাই স্বাভাবিক । আমরা কেউই ফেরেশতা নই । তাই ভূল স্বীকার করাই বুদ্ধিদীপ্ত । যদিও বোকারা এক্ষেত্রে বেতিক্রম । ” “ আমি বিশ্বাস করি যুক্তি এবং আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব । যুক্তির উর্ধে কিছুই হতে পারে না । ” “ শূন্য হাতে পৃথিবীতে আসা । শূন্য হাতেই ফেরা । সবই মিছে মায়ার বাঁধন । তবে কেন নিরন্তন এই হারজিতের যুদ্ধে মত্ত ।” “ অপরের কাছে না আমরা যতটা ধোঁকা খাই, তার বেশি ধোঁকা আমরা নিজেরাই প্রতিনিয়ত নিজেদের দেই । ”

ব্লগার ইনোসেন্ট › বিস্তারিত পোস্টঃ

শ্বাস চলছে, এটাই বা কম কিসে ?

১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৫

হো হো করে জানালা দিয়ে শীতের হাওয়া ঘরে ঢুকছে । পর্দা গুলো দুলছে অবিরত । চাঁদনী রাত । সামনে জবা ফুলের গাছ । কোয়াশা ভেজা ঘাস । পীচ কালো অজগরের মতো এঁকেবেকে যাওয়া গ্রামের রাস্তা । তোমাকে সাথে নিয়ে কভু হাটা হয়নি কুয়াশার রাত, অনুভূতি কেমন হবে কল্পবিলাসী হলে আঁকতে পারব কিন্তু চাইছি না; থাকুক কিছু অনুভূতি অকল্পিত থাকুক ! এই লক্ষ যোজন দূরে থাকা ভালবাসা গুলো না হয় হারিয়ে যাক নিকোটিন পুড়া ধোঁয়ার ছায়া পথে ।

আচ্ছা তোমার কি কখনো কাক ডাকা ভোরে আচমকা ঘুম ভেঙ্গেছে ? কখনো কি বারান্দায় দাড়িয়ে অবাক হয়েছো শিউলির চাদর দেখে ? যদি আমি তোমার ঘুম ভাঙ্গিয়ে দেই ; রাগ করবে নাকি মুচকি হেসে বলবে, '' ভালোবাসি, ভালোবাসি ।'' ছুটকির কথাটাই বুঝি সত্যি; আচ্ছা তোমার ও কি মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি ?

শালিকের কিচির-মিচিরে চৈতন্য ফিরে এলে শিউলি কুড়াবো । মালা হবে গো, মালা । ভালবাসার গলে মালা জড়িয়ে , খুপায় জবা গুঁজে, লাল পেড়ে সাদা কাপড়ে তুমি মৃদুভাবে দরজা খুলবে । শালিকের ঘুম ভাঙ্গা তন্দ্রায় তুমি ডেকে আমায় উঠুনে নিয়ে যাবে । লজ্জাবতী মোরে যাবে ভালবাসার । হাতের আঙ্গুলের ভাজ যখন ভরে যাবে, আমরা বেরুবো প্রকৃতির ঘুম ভাঙ্গাতে ।

সহসা ধুম্র শলাকার উত্তাপে ভালবাসা আমার উবে যায় । ডানা ঝাপ্টিয়ে নিশীপাখি জানান দেয় ভোর হতে আরো কিছুটা সময় বাকি আছে । হৃদয় পুড়া আগুনে জ্বালাই আরেকটা ধুম্র শলাকা । কল্পনার রাজ্যে নামে আরেকটা চাঁদনী রাত । আমার বেঁচে থাকার খোরাক জোগাতে । বেঁচে আছি, হ্যাঁ বেঁচেই তো আছি । এই তো হৃৎপিণ্ড লাফাচ্ছে । কিন্তু আজকাল আর ঢিপঢিপ শব্দটা শুনতে পাইনা । শ্বাস চলছে, এটাই বা কম কিসে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.