নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার ইনোসেন্ট

“ মানুষের সব চেয়ে বড় পরিচয় সে ‘মানুষ ’। সৃষ্টির সেরা জীব । তাকেও যে আল্লাহ পাক বানিয়েছেন, আপনাকেও সেই আল্লাহ পাকই বানিয়েছেন । অতএব কাউকে ছোট করে দেখা উচিৎ নয় ।” “ দুনিয়াটা যেমন সমান নয় । এখানে বিভিন্ন উঁচুনিচু পাহাড় পর্বত দিয়ে যেমন এর ভারসাম্য রক্ষা করা হয়েছে । ঠিক তেমনি আল্লাহ পাকও মানুষের জীবনে দুঃখ কষ্ট দিয়ে এর ভারসাম্য রক্ষা করেছেন । তাই সুখী হবার পিছু ছুটে বোকার দলে না পড়াটাই বুদ্ধিদীপ্ত কাজ । ” “ ভাল মানুষ গুলো বোকা হয় । যদিও এরা বোকা বলেই ভাল মানুষ হয় । ” “ কারো ক্ষতি করেছেন তো মরেছেন । কেননা, সে ক্ষতি আপনারও হবে । কোনভাবে না কোনভাবে তো বটেই । এটাই নিয়ম । আর আমরা সবাই তো নিয়মেরই দাস । তাই না ? ” “ মানুষ মাত্রই ভুল হবে । এটাই স্বাভাবিক । আমরা কেউই ফেরেশতা নই । তাই ভূল স্বীকার করাই বুদ্ধিদীপ্ত । যদিও বোকারা এক্ষেত্রে বেতিক্রম । ” “ আমি বিশ্বাস করি যুক্তি এবং আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব । যুক্তির উর্ধে কিছুই হতে পারে না । ” “ শূন্য হাতে পৃথিবীতে আসা । শূন্য হাতেই ফেরা । সবই মিছে মায়ার বাঁধন । তবে কেন নিরন্তন এই হারজিতের যুদ্ধে মত্ত ।” “ অপরের কাছে না আমরা যতটা ধোঁকা খাই, তার বেশি ধোঁকা আমরা নিজেরাই প্রতিনিয়ত নিজেদের দেই । ”

ব্লগার ইনোসেন্ট › বিস্তারিত পোস্টঃ

এসো, এসো হে প্রণয়া !

১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩০

এসো, এসো হে প্রণয়া !
এসো এ সাঁঝের মায়া হয়ে,
ঝরো চন্দ্রিমা হয়ে এ ভাঙ্গা ঘরে
ভালোবাসার স্পর্শ গায়ে মেখে ।

এসো, এসো হে প্রণয়া !
এসো এ আঁধারের জোনাকি হয়ে,
হাসো আমার ভাঙ্গা হৃদয়ে
কষ্টের কাঁচ ভাঙ্গা শব্দ হয়ে ।

এসো, এসো হে প্রণয়া !
শারদ প্রভাতে লাল পেড়ে শাড়ির আঁচল হয়ে,
শিউলি মাড়ানো মৃদু পায়ে এসো
আমার রক্ত জবার স্নিগ্ধতা হয়ে ।

এসো, এসো হে প্রণয়া !
এসো আমার পঙ্কিমাক্ত পদ্ম হয়ে,
কাজল দিঘির সচ্ছ জলে
স্মৃতির ব্যাঙ হয়ে ঝুপ-ঝুপ শব্দ হয়ে ।

এসো, এসো হে প্রণয়া !
এসো ঝরা পাতার সুর হয়ে,
উদাস দুপুরে দখিণা বাতাস চড়ে
তোমার চুলে দুষ্টমির ছলে ।

এসো, এসো হে প্রণয়া !
মন খারাপের একলা বিকেল হয়ে,
চিলেকোঠার চুড়ই ভাতি হয়ে
গালের ঐ টুল পরা হাসির মাঝে ।

এসো, এসো হে প্রণয়া !
বিষণ্ণ রাতে প্রণয়ের বাঁশি হয়ে,
এসো রূপবতী রূপের ছলে
বন্দী কর আমায় তোমার হৃদি মাঝে ।

এসো, এসো হে প্রণয়া !

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কবিতা । অনেক ভাল লাগলো ।

+++

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬

ব্লগার ইনোসেন্ট বলেছেন: আপনার ভাল লেগেছে শোনে আমার ও ভাল লাগলো । মন্তব্যের জন্য ধন্যবাদ ।


অনেক অনেক শুভ কামনা জানবেন ।

২| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: এসো এসো হে প্রণয়া হৃদি মাঝে । সুন্দর ।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৮

ব্লগার ইনোসেন্ট বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।


শুভ কামনা ও ভালোবাসা রইলো।

৩| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: এত আকুল হয়ে ডাকলে না এসে পারে ;)
লেখায় ভাললাগা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.