নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল রংগুলো ধোঁয়া হয়ে উড়তছে আকাশজুড়ে, তবুও বৃষ্টি নামে...আমার বাংলাদেশ জাগছে একে জাগতে দাও

নীল মানব

নীল মানব › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি, পাহাড়, এবঙ সমুদ্রের কবিতা

২৯ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১২



আমার এখানে নেই কোন বৃষ্টিপাত

নেই কোন ধারাপাত

অবেলার সংখ্যা পাতনে

তাই আমি খুঁজে ফিরি না

তোমার হাত ; সেই তোমার হাত





এই ধূসর বেলায়

যেই তুমি বল্লে - এই নাও আমার হাত

নেমে এলো বৃষ্টি

মেঘহীন আকাশ ফুড়ে



ছুঁয়ে দেই মেহগনি কাধ



ছুঁয়ে ছুঁয়ে -







আমার ভালো থাকার দিন

সেতো কবেই শেষ



এখন দিন গুনি অমাবস্যার

কবিতাহীন রাত্রির



অন্ধকার আকার শেষে ফেনিল উচ্চতায়





এখন রাত ঘণালেই শুনি

ভয়াল সমুদ্রের কামুক গর্জন

খাড়া পাহাড়ের নিস্তব্ধতায়

জেগে উঠে বারে বারে



ধীরে ধীরে



সে কিং বা জেগে উঠে আমার কষ্টরা

অন্যভাবে ; ভাবে-অভাবে





তারপর একাকী চুপিসারে চলে যেতে

খালি পায়ে



মেঘেরা ঘনো হয় ঘনত্বে



পায়ে ; পায়ে

একাকী স্বপ্নের অন্তহীন ফেরি শেষে

তোমাকে ; শুধু তোমাকেই ক্রন্দনরতা রেখে যেতে



একদিন একাকী - হাঁটি বালু তটে



-নীল মানব

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৯

মেঘের কথকতা বলেছেন: "যেই তুমি বল্লে - এই নাও আমার হাত
নেমে এলো বৃষ্টি
মেঘহীন আকাশ ফুড়ে"_ চমৎকার লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.