![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......
আজ কেন মন উদাসী হয়ে, দূর অজানায় যায় হারিয়ে। ঈদের দিন নিয়ে হাজারো স্মৃতি..। হাজারো স্মৃতির মিছিল। নানা বাড়িতে ঈদ। নতুন জামা। খেলনা। বাঁশি। আমাদের গ্রামের বাড়িতে ঈদ। শৈলকুপার হাবিবপুরে। ঈদের সকালে নদীতে গোসল। একপাশে গরু ধোয়া একপাশে মানুষের গোসল। সব গরুকে একসঙ্গে যেন এক দিনে গোসল করাতে হবে।
আমার ঈদ এরপর আমার পরের প্রজন্মের ঈদ। আমার মেয়ে ঈদগাহে যাওয়ার জন্য বায়না ধরতো। এবার আমি ঈদ করছি ঢাকায়। সবাইকে মিস করছি। আমার গ্রামের সবাইকে। আমার বাড়ির সবাইকে। জানিনা আদৌ আবার বাড়ি যেতে পারব কি না। একা একা ঢাকায় ঈদ অনেকবারই করেছি। কখনো পরীক্ষার জন্য, কখনো নেহায়েত বিপদে পড়ে..। এবারের প্রেক্ষাপট একেবারে ভিন্ন। মনটা বাধা মানে না। তবু বাস্তবতা মেনে নিয়ে এবার ঈদ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: Click This Link