![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......
উপরের ছবি দুটি প্রতীকি। একদল উচ্ছ্ল হাসিতে ফেটে পড়বে ম্যাচ শেষে। একদল কান্নায়, বেদনায়, চোখের জলে বিদায় নেবে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আজ রাতের দুটো ম্যাচই আগুনে লড়াই, যাকে বলে আর কি হাইভোল্টেজ ম্যাচ। রাত ১০টায় ফ্রান্স-জার্মানি, মারাকানায়। রাত ২টায় ব্রাজিল-কলম্বিয়া, ফোর্তালেজায়। এই বিশ্বকাপে সবচেয়ে ধারবাহিক ভালো খেলছে ফ্রান্স। রিবেরিবিহীন ফ্রান্স এবার যে এমন দুর্দান্ত খেলবে কে জানতো? প্রতিবেশী দুই দেশের বৈরিতা, সঙ্গে ফুটবলের ঐতিহাসিক দ্বৈরথ তো আছেই। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম আর জার্মানির জোয়াকিম লো-দুজনের ট্যাকনিক্যাল লড়াইটাও হবে উপভোগ্য। দুই দল এপর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১১ বার ফ্রান্স, ৮ বার জার্মানি জিতেছে। ড্র ৬ বার। বিশ্বকাপে ৩ ম্যাচ মুখোমুখি হয় দু দল, ১বার জার্মানি, ১বার ফ্রান্স জিতেছে। ড্র ১ বার। সর্বশেষ গতবছর প্যারিসে ২-১ গোলে জিতেছিল জার্মানি। ফিলিপ লাম না করিম বেনজেমা? কে হাসবেন আজ?
এবার আসা যাক ব্রাজিল-কলম্বিয়া প্রসঙ্গে। শুধু আয়োজক দেশের সবাই নয়, ফিফার কর্মকর্তাদেরও প্রার্থনা থাকবে যেন ব্রাজিল জেতে! না হলে বিশ্বকাপের বাজারটাই যে অকালে ভাটা পড়বে। কিন্ত চ্যাম্পিয়ন হওয়ার মতো কি এ পর্যন্ত একটা ম্যাচও খেলতে পেরেছে ব্রাজিল? ২২ বছর বয়সী নেইমারের ওপর যতোটা না চাপ থাকবে, ততোটাই যেন নির্ভার খেলবেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার তরুণ স্ট্রাইকারের খেলা যারা দেখেছেন তারা স্বীকার করে নিতে বাধ্য যে, চাইলেই তাদের উপেক্ষা করা সম্ভব না। দুই দল বিশ্বকাপে আজই প্রথম মুখোমুখি হবে। তবে সব মিলিয়ে ২৫ বার মুখোমুখি হয়েছে, ১৫ বারই জিতেছে ব্রাজিল, ২ বার কলম্বিয়া। ৮ ম্যাচ ড্র। কাগজে কলমের হিসাবটা আজ না হয় তোলাই থাক।
২| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:০২
বদিউজ্জামান মিলন বলেছেন: জিতলেই ভালো। ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল দেখতে চায়।
৩| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪
বদিউজ্জামান মিলন বলেছেন: অবশেষে ব্রাজিল থাকছে কিন্তু নেইমার থাকছেন না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:০০
চড়ুই বলেছেন: আরে ভাই চিন্তা কইরেন না ব্রাজিলই জিতবে।