![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......
কে বলেছে যে বাংলাদেশে শুধু এখন ক্রিকেটই জনপ্রিয়? দয়া করে একবার বিটিভি ওয়ালর্ডে চোখ রাখুন। সিলেট বিভাগীয় জেলা স্টেডিয়াম যেন ভেঙে পড়ছে। দর্শক ধারণক্ষম ২০ হাজার। আমার মনে হয় সেখানে ঢুকে পড়েছে ৪০ হাজার দর্শক। চলছে প্রীতি ফুটবলের দ্বিতীয় ম্যাচ। নেপাল অনূধব-২৩ দলের সঙ্গে বাংলাদেশ অনূধব-২৩ দলের প্রস্ততি ম্যাচ। নেহায়েতই একটা প্রস্তুতি ম্যাচ। কিন্ত এই দর্শক দেখে আমি নিজেই রোমাঞ্চ অনুভব করছি। ঢাকায় আর্মি স্টেডিয়ামে আমি প্রথম ম্যাচ কাভার করেছিলাম। সিলেটে গেছেন আমার সহকর্মী মাসুদ আলম। কিন্তু আমার আফসোসই হচ্ছে এমন ম্যাচে আমি থাকতে পারছি না। সে যাক। যারা খেলা দেখতে যান গোলনেপাল ডটকমে ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করুন...http://tv.goalnepal.com/
©somewhere in net ltd.