নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের মনে যা ঠিক বলে মনে হয় তাই করি-কারণ আমার সমালোচনা করা হবেই।কাজ করলেও লোকে আমার সমালোচনা করবে-আবার না করলেও তাই।
মানুষ মাত্রই পরিচ্ছন্ন ও সুখী জীবনের প্রত্যাশী।ঝামেলাহীন মান- মর্যাদায় বেঁচে থাকার অভিপ্রায় প্রতিটি মানুষের। কিন্তু এ প্রত্যাশা পূরণে সবচেয়ে বড় বাধা আমাদের গুনাহ।গুনাহের কারণে দুনিয়া আখিরাতে প্রত্যেককেই শাস্তি পেতে হবে। তবে গুনাহগার বান্দা যখন তাওবা করে তখন আল্লাহ তায়ালা অত্যাধিক খুশী হন।আল্লাহ যাদের ভালোবাসেন তাওবাকারী তাদের অন্যতম।হাদিসেও রাসূল (সা.) মানুষকে ক্ষমা চাওয়ার ও তাওবা করার জোর তাগিদ দিয়েছেন। তাছাড়া মানুষ যেন নিজের পাপের প্রতি উদাসীন না হয়ে যায় রাসূল (সা.) সেদিকেও সতর্ক থাকতে বলেছেন। তাই পাপমোচনে তাওবা বান্দার একমাত্র অবিকল্প উপায়।
১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২২
নীলা(Nila) বলেছেন: ১.সামুতে স্বাগতম ।
ধন্যবাদ ভাইয়া
২.আশা করি নিয়মিত হবেন , আর লিখাতে নিজেকে প্রকাশ করবেন মহিরুহের মতন ।
ইনশাআল্লাহ চেষ্টা করবো নিয়মিত থাকার এবং লিখার এবং কমেন্ট করার জন্য।
৩.শুভকামনা রইল !
সামুতে আমার প্রথম পোস্ট আর প্রথম পোস্টে আপনি প্রথম কমেন্ট করেছেন। সেই জন্য আবারও ধন্যবাদ ভাইয়া
২| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১০
খায়রুল আহসান বলেছেন: প্রথম পোস্ট, মাত্র সোয়া পাঁচ লাইনের। আরেকটু বড় হলে ভালো হতো।
শিরোনাম কিংবা পোস্টের বিষয়বস্তুর সাথে ছবিটির সম্পর্ক কী? আর ছবিটি পেলেনই বা কোথায়? পোস্টে ছবি দিলে ছবির সূত্র উল্লেখ করতে হয়। নিজের ক্যামেরায় তোলা হলেও, অন্য কোথা থেকে সংগ্রহ করলেও।
শুধু লজ্জিত হলেই এবং তাওবা করলেই চলবে না। একই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য মনে প্রাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
ব্লগে সুস্বাগতম! বেশি করে পোস্ট লিখুন, যেখানে আপনার মৌ্লিক চিন্তা ভাবনা প্রকাশ পাবে। অন্যদের পোস্টও পড়ুন এবং সেখানে মন্তব্য করুন। একটা পোস্ট লিখেই চলে যাবেন না। নিজের পোস্টে অন্যদের করা মন্তব্যগুলো পড়ুন এবং সেগুলোর সদুত্তর দিন। আপনার পোস্টে যারা মন্তব্য করেন, তাদেরও দুই একটা পোস্ট অবশ্যই পড়বেন এবং সেখানে মন্তব্যও করবেন। তাহলে দেখবেন খুব দ্রুতই আপনার পোস্টগুলো ব্লগের প্রথম পাতায় প্রকাশিত হবে।
শুভ হোক আপনার ব্লগযাত্রা। আনন্দময় হোক আপনার ব্লগীয় মিথষ্ক্রিয়া!
১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৪
নীলা(Nila) বলেছেন: ১.প্রথম পোস্ট, মাত্র সোয়া পাঁচ লাইনের। আরেকটু বড় হলে ভালো হতো।
ধন্যবাদ ভাইয়া, সামনের পোস্ট গুলো বড় করার চেষ্টা করবো।
২.শিরোনাম কিংবা পোস্টের বিষয়বস্তুর সাথে ছবিটির সম্পর্ক কী? আর ছবিটি পেলেনই বা কোথায়? পোস্টে ছবি দিলে ছবির সূত্র উল্লেখ করতে হয়। নিজের ক্যামেরায় তোলা হলেও, অন্য কোথা থেকে সংগ্রহ করলেও।
ছবির সূত্র উল্লেখ করতে মনে ছিলো না ভাইয়া। আমার মোবাইল দিয়ে তোলা ছবি। লোকেশন : চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর তৃতীয় সেতু, শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু
৩.শুধু লজ্জিত হলেই এবং তাওবা করলেই চলবে না। একই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য মনে প্রাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
হ্যাঁ ভাইয়া। সবসময় মৃত্যুর কথা,কবরের আজাব,জাহান্নামে ভয়ংকর শাস্তির কথা মনে রাখতে হবে।
৪.ব্লগে সুস্বাগতম! বেশি করে পোস্ট লিখুন, যেখানে আপনার মৌ্লিক চিন্তা ভাবনা প্রকাশ পাবে। অন্যদের পোস্টও পড়ুন এবং সেখানে মন্তব্য করুন। একটা পোস্ট লিখেই চলে যাবেন না। নিজের পোস্টে অন্যদের করা মন্তব্যগুলো পড়ুন এবং সেগুলোর সদুত্তর দিন। আপনার পোস্টে যারা মন্তব্য করেন, তাদেরও দুই একটা পোস্ট অবশ্যই পড়বেন এবং সেখানে মন্তব্যও করবেন। তাহলে দেখবেন খুব দ্রুতই আপনার পোস্টগুলো ব্লগের প্রথম পাতায় প্রকাশিত হবে।
ধন্যবাদ ভাইয়া। আমি সব সময় চেষ্টা করবো নিয়মিত লিখতে, পড়তে এবং কমেন্ট করতে।
৫.শুভ হোক আপনার ব্লগযাত্রা। আনন্দময় হোক আপনার ব্লগীয় মিথষ্ক্রিয়া!
ধন্যবাদ ভাইয়া।
৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৩
জুল ভার্ন বলেছেন: স্বামুতে স্বাগত।
শুভ কামনা।
১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫২
নীলা(Nila) বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮
জ্যাকেল বলেছেন: সুন্দর ভাবনা।
১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩
নীলা(Nila) বলেছেন: ধন্যবাদ
৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সামু ব্লগে স্বাগতম। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছেন। আমাদের রসূল (সা) নিষ্পাপ হওয়ার পরেও দৈনিক ১০০ বার তওবা ইস্তেগফার করতেন।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৮
নীলা(Nila) বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
লিখতে থাকুন। পড়তে থাকুন।
৭| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৪
নীলা(Nila) বলেছেন: ধন্যবাদ ভাইয়া, চেষ্টা করবো নিয়মিত লিখতে এবং পড়তে
৮| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবি প্রথমে ইনসার্ট করে নিয়েন। তাতে দেখতে সুন্দর লাগবে
২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬
নীলা(Nila) বলেছেন: ধন্যবাদ ভাইয়া।এখন থেকে প্রথমে দিয়ে দেব
৯| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫
নতুন নকিব বলেছেন:
ব্লগে স্বাগত আপনাকে। আশা করি, এখানে অনেক সুন্দর সময় কাটবে আপনার।
গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট দিয়ে শুরু করেছেন। ধন্যবাদ।
প্রত্যাশা, নিয়মিত লিখবেন এখানে। আমাদের এইসব লেখালেখি হঠাৎ করেই সমাজ পাল্টে দেয়ার মত কোন কিছু নয় হয়তো; কিন্তু একটি সুস্থ, সুন্দর সমাজ বিনির্মানে সহায়ক উপকরণ হিসেবে এগুলোর অবদানকে একেবারে অস্বীকার করারও উপায় নেই।
শুভকামনা জানবেন। অনেক অনেক কল্যানের দোআ আপনার জন্য।
৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
নীলা(Nila) বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনার জন্যেও দোয়া করি, সব সময় ভালো এবং সুস্থ থাকেন,পোস্ট প্রতিদিন দিতে চাই কিন্তু, শুধু মাত্র আমার কাছেই থাকে। আপনার উপর নজর রাখা হচ্ছে
উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন।
১০| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২
নীলা(Nila) বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনার জন্যেও দোয়া করি, সব সময় ভালো এবং সুস্থ থাকেন,পোস্ট প্রতিদিন দিতে চাই কিন্তু, শুধু মাত্র আমার কাছেই থাকে। আপনার উপর নজর রাখা হচ্ছে
উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সামুতে স্বাগতম । আশা করি নিয়মিত হবেন , আর লিখাতে নিজেকে প্রকাশ করবেন মহিরুহের মতন । শুভকামনা রইল !