নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোন মূর্খের পক্ষেই সমালোচনা, নিন্দা বা অভিযোগ জানানো সহজ কাজ- বেশিরভাগ মূর্খই তাই করে। কিন্তু অপরকে বুঝতে পারা আর ক্ষমাশীলতা পেতে গেলে দরকার চারিত্রিক দৃঢ়তা আর আত্ম-সংযম।কোন মহান মানুষের মহত্বের প্রকাশ ঘটে তিনি সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন ত

নীলা(Nila)

নিজের মনে যা ঠিক বলে মনে হয় তাই করি-কারণ আমার সমালোচনা করা হবেই।কাজ করলেও লোকে আমার সমালোচনা করবে-আবার না করলেও তাই।

নীলা(Nila) › বিস্তারিত পোস্টঃ

নীলাকে পাশে রাখার কবিতা

০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৯

নীলা,তোমার চোখে নীল আকাশের ছোঁয়া,
তোমার হাসিতে রংধনুর রঙ,
তোমাকে কাছে পেলে জীবনটা হয় নতুন,
তোমার স্পর্শে মুছে যায় সকল দুঃখ।

তুমি যখন পাশে থাকো,
পৃথিবী হয় স্বর্গ,
তোমার কথায় মিশে থাকে সুর,
তোমার হাসির মিষ্টি ছোঁয়ায়,
মনের কোণে জমে থাকা অন্ধকার দূর।

নীলা, তুমি যেন স্বপ্নের রাণী,
তোমার ছোঁয়ায় বাঁচে মন,
তুমি পাশে থাকলে দিন হয় রাত্রি,
আর রাতেরা হয় চাঁদের আলোয় ভরপুর।

তুমি আমার সুখ,
তুমি আমার শান্তি,
তোমার ভালোবাসায় মিশে আছে,
আমার জীবনের প্রতিটি মুহূর্তে,
তুমি পাশে থাকো,
এই আমার অনুরোধ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.