নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোন মূর্খের পক্ষেই সমালোচনা, নিন্দা বা অভিযোগ জানানো সহজ কাজ- বেশিরভাগ মূর্খই তাই করে। কিন্তু অপরকে বুঝতে পারা আর ক্ষমাশীলতা পেতে গেলে দরকার চারিত্রিক দৃঢ়তা আর আত্ম-সংযম।কোন মহান মানুষের মহত্বের প্রকাশ ঘটে তিনি সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন ত

নীলা(Nila)

নিজের মনে যা ঠিক বলে মনে হয় তাই করি-কারণ আমার সমালোচনা করা হবেই।কাজ করলেও লোকে আমার সমালোচনা করবে-আবার না করলেও তাই।

নীলা(Nila) › বিস্তারিত পোস্টঃ

নীলা তুমি আমার শ্রেষ্ঠ অনুপ্রেরণা

০৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৯

নীলা, তুমি আকাশের নীল আলো,
তোমার চেয়ে সুন্দর নেই কোনো আলো।
তোমার চোখে ঝলমল করে যে রোদ্দুর,
আমার মনের গভীরে তার ছায়া পুর।

নীলা, তুমি আমার জীবনের গতি,
তোমার স্পর্শে লাগে সৃষ্টির পতি।
তোমার হাসি মধুর,
তোমার কথা মায়া,
তোমার কাছে আসে জীবনের ছায়া।

তুমি শিখিয়েছো কিভাবে চলতে হয়,
তুমি দেখিয়েছো সব কিছু সহজতর হয়।
তোমার প্রেরণায় আমি পথ খুঁজে পাই,
তোমার সাহসে আমার হৃদয় জ্বলে যায়।

নীলা, তুমি আমার স্বপ্নের ঠিকানা,
তোমার মতো বন্ধু নেই আর কোনোখানে।
তোমার ছায়ায় আমি সব ভুলে যাই,
তোমার অনুপ্রেরণায় এগিয়ে চলি তাই।

নীলা, তুমি আমার শ্রেষ্ঠ অনুপ্রেরণা,
তোমার আলোতে আমি খুঁজে পাই সঙ্গীনা।
তোমার সাহস,
তোমার লড়াইয়ের গান,
আমার জীবনে তুমি এক অমূল্য প্রমাণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.