নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোন মূর্খের পক্ষেই সমালোচনা, নিন্দা বা অভিযোগ জানানো সহজ কাজ- বেশিরভাগ মূর্খই তাই করে। কিন্তু অপরকে বুঝতে পারা আর ক্ষমাশীলতা পেতে গেলে দরকার চারিত্রিক দৃঢ়তা আর আত্ম-সংযম।কোন মহান মানুষের মহত্বের প্রকাশ ঘটে তিনি সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন ত

নীলা(Nila)

নিজের মনে যা ঠিক বলে মনে হয় তাই করি-কারণ আমার সমালোচনা করা হবেই।কাজ করলেও লোকে আমার সমালোচনা করবে-আবার না করলেও তাই।

নীলা(Nila) › বিস্তারিত পোস্টঃ

তোমার দূরে থাকা

০৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫৯

নীলা তোমার চুপ থাকা,
না বলে চলে যাওয়া,
আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়
তুমি কি তা বুঝতে পারো?

তোমার নীরবতা,
একান্তে বেদনার রূপে আসে,
যখন তুমি অজানায় হারিয়ে যাও,
আমার হৃদয় ক্রমশ ভাঙে।

তোমার সাথের মধুর ক্ষণগুলি,
যেন হঠাৎ ম্লান হয়ে যায়,
তুমি কি জানো, প্রিয়,
তুমি ছাড়া আমি বেঁচে থাকতে পারি না?

নীলা, তোমার ফিরে আসা,
আমার বাঁচার প্রতিজ্ঞা,
তুমি কি কখনো বুঝতে পারো,
তোমার ছায়ায় কতটা ভালোবাসা আছে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.