নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল ঘূড়ি

বইপড়ূয়া

:)

বইপড়ূয়া › বিস্তারিত পোস্টঃ

বলেছিই তো, ভালো বন্ধু আমি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩



ভাবনারা অনেক আর তুমি কি একা?
রোদেলা দুপুড়ে, নিঃশব্দে বসে থাকা,
হাতটা বাড়িয়ে অনিশ্চয়তার খুনসুটি?
হ্যাঁ, একা তা শুধু তুমিই পারো।

ভাবতে চাও? কিন্তু,
অবসর তো তোমার আছেই ঢের
কিছুটা সময় না হয় খরচ করো আমার।
সঙ্গী হও। বলেছিই তো, ভালো বন্ধু আমি।

আচ্ছা, তাও তুমি ভাবতে চাও??
তবে ভাব, কিন্তু তাই বলে আমি আশা ছাড়িনি।

ক্যানভাস, রং - রংতুলি, ছবি; সবাই আমার বন্ধু।
তুমি চুপচাপ ভাব, আমি একটু খেলে আসি
ওদের সাথে?

তুমি দেখতে কেমন, তোমার ঐ ভাবনার জগৎতে?
ওরা জানাবে, জানাবে এই আমাকে।
আর আমি, তোমারই বন্ধু,
তা ছবিবন্দি করবো।

তুমি বসে আছ, ভাবনারা উড়ছে
তোমায় ঘীরে,
যেন তুমি নীলচে আকাশ!
ওরা, আর ওরা তারার মেলা।
আমিও ভিড়তে চাই তাদের দলে,
সঙ্গী হব,
বলেছিই তো, ভালো বন্ধু আমি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

ধ্রুবক আলো বলেছেন: লেখা খুব ভালো হইছে, অভিনন্দন,,

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

প্রথমকথা বলেছেন: ভাল লাগল।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

মো:সাব্বির হোসাইন বলেছেন: খুব ভালো লেগেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.